আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

আগামীকালের আবহাওয়া: কাল কোথাও স্বস্তির বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ! জানুন আবহাওয়া আপডেট

আগামীকালের আবহাওয়া

নতুন মাসের শুরুতেই বাড়তে চলেছে গরম! মার্চের প্রথম দিন থেকেই রোদের দাপট বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। সকাল হতেই সূর্য যেন আরও উজ্জ্বল, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় গরমের দাপট আরও বাড়তে পারে। তবে অন্যদিকে একটু স্বস্তির খবরও আছে! আগামীকাল থেকে উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতেও। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে ফের হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। দক্ষিণ ভারতের কিছু অংশ এবং উত্তর ভারতের কয়েকটি বিচ্ছিন্ন জায়গা ছাড়া, দেশের অন্য জায়গায় তীব্র গরম অনুভূত হতে পারে। আর এই তাপমাত্রা বাড়ানোর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন চলতি মাসেই রাজ্যের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও পৌঁছাতে পারে!

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, মাসের প্রথম ছুটির দিনে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে আগামী ৭ মার্চ পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া। দিনের তাপমাত্রা এবার ধীরে ধীরে বাড়বে। সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে, বিশেষ করে দার্জিলিঙের এক বা দুটি জায়গায় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। অন্যদিকে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। তবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সিকিমের তুষারপাতের প্রভাবও পড়ছে। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরলে। দিল্লিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সকলে সতর্ক থাকতে হবে।