Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...
Homeদেশ ও বিদেশআন্তজাতিক খবর১৯১৩ বনাম ২০২৫: নোবেল জিতলে আজ কত টাকা পাবেন প্রাপক?

১৯১৩ বনাম ২০২৫: নোবেল জিতলে আজ কত টাকা পাবেন প্রাপক?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অনেকেই নোবেল পুরস্কার জিতেছেন। ৬ অক্টোবর থেকে বিভিন্ন বিভাগে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করছে নোবেল কমিটি। সম্প্রতি ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো জিতে নিয়েছেন নোবেল শান্তি পুরস্কার। নোবেল জেতার সঙ্গে সঙ্গে বিশ্বখ্যাতি পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক পুরস্কারও পাওয়া যায়। অনেকেরই কৌতুহল, এই নোবেল জিতলে কত অর্থ (Nobel Prize Money) পাওয়া যায় এবং ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ কত।

বর্তমানে নোবেল জিতলে কত টাকা পাওয়া যায়?

নোবেল প্রাইজের ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর নোবেল প্রাপকদের পুরস্কার মূল্য হিসেবে 1 কোটি 10 লক্ষ সুইডিশ ক্রোনর দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় হিসেবটা 10 কোটি টাকা। বলাই বাহুল্য, চলতি বছরের মতোই 2024 এবং 2023 সালের নোবেল বিজয়ীদের প্রত্যেককে পুরস্কার মূল্য বাবদ 1 কোটি 10 লক্ষ সুইডিশ ক্রোনর দেওয়া হয়েছিল। তবে 2022 সালের নোবেলজয়ীরা পুরস্কার মূল্য বাবদ 10 লক্ষ কম 1 কোটি সুইডিশ ক্রোনর পেয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যা, প্রায় 9 কোটি টাকা।

নোবেল জিতে কত পেয়েছিলেন রবীন্দ্রনাথ?

সাহিত্যে নোবেল পুরস্কার জেতার ইতিহাসে এক বড় ঘটনা 1913 সালের, যখন ইউরোপের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মান পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও এটি প্রায় সকলেরই জানা, অনেকেই হয়তো জানেন না যে সেই বছর তিনি পুরস্কার মূল্য হিসেবে কত টাকা পেয়েছিলেন। 1913 সালের হিসেবে রবী ঠাকুর 8,000 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,২০,০০০ টাকা পুরস্কার হিসাবে গ্রহণ করেছিলেন।

নোবেল পুরস্কার কেন দেওয়া হয়?

1901 সালে প্রথমবারের মতো সুইডেনের রাসায়নবিদ ও ডিনামাইটের আবিষ্কর্তা অ্যালফ্রেড নোবেল-এর ইচ্ছায় চালু হয় নোবেল পুরস্কার বিতরণ। মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে যারা মানুষের কল্যাণে কাজ করেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া। নোবেল পুরস্কার প্রধানত ছয়টি বিভাগে দেওয়া হয় — শান্তি, সাহিত্য, রসায়ন, পদার্থবিদ্যা, মেডিসিন বা শরীরবিদ্যা এবং অর্থনীতি।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

উল্লেখ্য, একেবারে শুরু থেকেই কয়েক বছর অন্তর নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে চলেছে নোবেল কমিটি। মূলত সে কারণেই রবীন্দ্রনাথের আমলে যে পুরস্কার মূল্যটা ভারতীয় মুদ্রায় 1 লক্ষ 20 হাজার টাকা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে তা 10 কোটি টাকায় ঠেকেছে। আগামীতেও যে এই পরিমাণটা বেড়ে বড় অঙ্কে দাঁড়াবে, সেটা বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -