আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

OASIS Scholarship Update: ওয়েসিস স্কলারশিপে নতুন নিয়ম!

Published on: November 21, 2025
OASIS Scholarship Update

রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপ নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (OASIS Scholarship Update)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা ইতিমধ্যেই আবেদন করেছ বা খুব শিগগিরিই আবেদন করতে চলেছ, তাদের জন্য এই আপডেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন নির্দেশ অনুযায়ী, আবেদনকারীদের একটি নির্দিষ্ট কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে—নইলে ভবিষ্যতে স্কলারশিপের টাকা পেতে বড় ধরনের সমস্যায় হতে পারে। ঠিক কী পরিবর্তন এসেছে, কারা এই নির্দেশের আওতায় পড়বে এবং আবেদনকারীদের কী কী করতে হবে—এসব জানতে প্রতিবেদনটি পড়ে নাও।

ওয়েসিস স্কলারশিপের নতুন আপডেট (OASIS Scholarship Update)

ওয়েসিস স্কলারশিপ আসা এই নতুন আপডেটটি মূলত OBC ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য, এবং যারা আবেদন করতে চলেছো তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন থেকে আবেদন করার আগে অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট Revalidation বা পুনঃবৈধকরণ করতে হবে, কারণ Revalidation-এর পর পাওয়া নতুন সার্টিফিকেট দিয়েই আবেদন গ্রহণ করা হবে। এমনকি যাদের ক্যাটাগরি OBC-A থেকে OBC-B বা OBC-B থেকে OBC-A তে পরিবর্তন হয়েছে, তাদেরও নতুন সার্টিফিকেট ব্যবহার করতেই হবে। অর্থাৎ, পুরনো সার্টিফিকেটে আবেদন করলে পরে স্কলারশিপের টাকা পেতে সমস্যা হতে পারে—তাই আগে সার্টিফিকেট Revalidation করে নেওয়াই সবচেয়ে ভালো।

নতুন OBC লিস্ট অনুযায়ী স্কলারশিপ এ আবেদন করার সময় OBC-A নাকি OBC-B সেটি সিলেক্ট করতে হবে। এছাড়াও যে সকল জেনারেল প্রার্থীদের নতুন OBC লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও নতুন OBC সার্টিফিকেট বানিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে

OBC Certificate Re-validation

০১.০৮.২০২৫ তারিখের আগে যাদের OBC কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেগুলো এখন অবশ্যই পুনঃবৈধকরণ করতে হবে। Revalidation করার পর তোমরা একটি নতুন সার্টিফিকেট পাবে যেখানে QR Code এবং Digital Sign দুটোই যুক্ত থাকবে। কীভাবে পুরনো সার্টিফিকেট Revalidation করতে হয়, কোথায় করতে হয় এবং কোন কোন ডকুমেন্ট লাগে—এসব বিষয়ে আমরা আগেই একটি আলাদা প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করেছি। তাই পুরো প্রক্রিয়াটি বুঝতে অবশ্যই সেই প্রতিবেদনটি দেখে নিও; নিচেই তার লিংক দেওয়া আছে।

বিবরণলিংক
OASIS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটhttps://oasis.gov.in/
OBC সার্টিফিকেট Re-validation &  Re-issue আবেদন ডাইরেক্ট লিংকApply Now →

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now