Weather Update: পুজোর (Durga Puja 2025) আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর তাতেই শহর জুড়ে সাজো সাজো রব। মহালয়া কাটতেই একাধিক প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন, ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। কিন্তু এরই মধ্যে গত রাতের বেনজির বৃষ্টি গোটা কলকাতাকে কার্যত স্তব্ধ করে দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, কোথাও প্যান্ডেলে জল জমে রয়েছে, আবার কোথাও কাঠামো ভেঙে পড়েছে—যা নিয়ে কার্যত দুশ্চিন্তায় পড়েছেন পুজো কমিটির সদস্যরা। এমতাবস্থায় হাওয়া অফিস দিয়েছে বড়সড় বৃষ্টি সংক্রান্ত আপডেট, যা নিয়ে এখন শহরবাসীর কপালে চিন্তার ভাঁজ।
রাতভর রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতার অধিকাংশ এলাকা। ব্যাহত যান চলাচল। এই অবস্থায় হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে বর্তমান নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি এই এলাকাতেই অবস্থান করবে। তারপর দুর্বল হবে। আর তাতেই উপকূলবর্তী জেলায় অতিভারী বৃষ্টি ও কলকাতায় ভারী বৃষ্টি হবে। অর্থাৎ গোদের উপর বিষফোঁড়া। চলতি বছর পুজোর গোটা আনন্দই মাটি হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে, যার জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা বহাল থাকবে। পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর অংশ এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ভয়ংকর বৃষ্টি দুর্যোগ দেখা দিলেও উত্তরবঙ্গে এইমুহুর্তে সেই দুর্যোগ খুব একটা দেখা যাবে না। অর্থাৎ দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভেসে গেলেও উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে।
সব খবর


