আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Pakistan Targets Jammu: ভারতীয় সেনার পাল্টা আঘাতে চুপ পাক বাহিনী

Published on: May 9, 2025
Pakistan Has Targeted Jammu

Pakistan Targets Jammu: জম্মুর দিকে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই পাকিস্তানের দিক থেকে একের পর এক মিসাইল ছোঁড়া হয় জম্মু সীমান্তে। তবে ভালো খবর হলো—ভারত আগে থেকেই ছিল পুরোপুরি সতর্ক। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের ছোড়া ৮টি মিসাইল আকাশেই গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা, এবং তা সম্ভব হয়েছে ভারতের অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য।

— Advertisement —

জানা গিয়েছে, জম্মুর এয়ারস্ট্রিপ ও শহরের একাধিক জায়গা ছিল পাকিস্তানের লক্ষ্যবস্তু। রকেট হামলার সম্ভাবনার কথা মাথায় রেখেই জম্মুর আখনুর ও কিস্তওয়ার এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয় সন্ধের পরপরই। অন্ধকার ঘনাতেই গোটা এলাকায় এয়ার সাইরেন বাজতে শুরু করে।

— Advertisement —

জম্মুর আকাশে একাধিক পাকিস্তানি ড্রোন দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে অনেক ড্রোনকেই ভারতীয় সেনা গুলি করে নামাতে সক্ষম হয়েছে। অন্যদিকে, নিয়ন্ত্রণরেখার কাছে থাকা কিছু এলাকায় পাকিস্তানের দিক থেকে একের পর এক মেশিনগান গুলির আওয়াজে চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। জম্মু শহরের মধ্যবর্তী অঞ্চলে, যেখান থেকে হামলার খবর এসেছে, সেখানে ইতিমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

— Advertisement —

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now

Leave a Comment