চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই ফের ICC-র তরফে বড় দায়িত্ব পেল পাকিস্তান! হ্যাঁ, ঠিকই শুনেছেন! জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে আয়োজিত হতে যাওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মহিলা ওডিআই বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড এর দায়িত্ব পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবির) কাঁধে। চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় ইভেন্টের আয়োজনের পর, এবার তারা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এর অংশ হতে পেরে অত্যন্ত খুশি। পাক বোর্ড কর্তারা জানিয়েছেন, এটি তাদের জন্য সত্যিই গর্বের মুহূর্ত, কারণ তারা আন্তর্জাতিক ক্রিকেটের আরও একটি বড় ইভেন্টের আয়োজক হতে চলেছে।
কোথায় আয়োজিত হবে কোয়ালিফাই রাউন্ড?
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান সুপার লিগ শুরু হতে চলেছে ১১ এপ্রিল থেকে। আর সেই টুর্নামেন্টের সঙ্গে মিলিয়ে, মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচগুলি আয়োজনের জন্য ৩টি শহরকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, করাচি, মুলতান, এবং ফয়সালাবাদে হতে পারে নারীদের কোয়ালিফাই রাউন্ডের খেলা। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে লাহোরও এই তালিকায় যোগ হতে পারে।
কবে থেকে শুরু হচ্ছে মহিলাদের ওডিআই
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে মহিলাদের ওডিআই বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাই পর্ব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। রিপোর্ট বলছে, কোয়ালিফাই রাউন্ডে ৬টি মহিলা দল অংশগ্রহণ করবে, এবং প্রতিযোগিতার শেষে ২টি দল মূল পর্বে পৌঁছাবে।
এছাড়া, পাকিস্তানের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড আসন্ন আন্তর্জাতিক মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তবে, সূত্র জানিয়েছে, পাকিস্তান বাদে বাকি সমস্ত দলই মূল পর্বে জায়গা করে নিয়েছে। এবার দেখার বিষয়, কোন দুটি দল কোয়ালিফাই রাউন্ড থেকে মূল পর্বে পৌঁছাতে সক্ষম হয়!
প্রথমেই জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার উদ্যোগে ও ভারতে আয়োজিত হতে যাওয়া আসন্ন অক্টোবরের মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে মূলত 10টি দল। তবে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করবে 6 দল।
আগেই জানানো হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ইতিমধ্যেই কোয়ালিফাই হয়ে গিয়েছে। বাকি রয়েছে শুধু পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 5 দলই পাক ময়দানে হতে যাওয়া বাছাই পর্বে অংশগ্রহণ করবে।
কোথায় অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?
পাকিস্তানের মহিলা ক্রিকেট দল যদি আসন্ন কোয়ালিফাই রাউন্ডে ভালো পারফর্ম করে এবং মূলপর্বে পৌঁছে যায়, তবে সেটা অনেকের জন্য একটি দারুণ সুযোগ হবে। এর মানে হলো, আবারও ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখতে পাওয়া যেতে পারে! কিন্তু প্রশ্ন রয়ে যায়, সেই ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? এটা মনে রাখতে হবে যে, গত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যায়নি। ফলে, সেই ম্যাচ যদি হয়, তাহলে লোকেশন নিয়ে কিছু অনিশ্চয়তা থাকতে পারে।
বর্তমানে রোহিত শর্মাদের দল হাইব্রিড মডেল অনুসরণ করে দুবাইতে নিজেদের ম্যাচগুলি চালিয়ে যাচ্ছেন। আর ভারতও একই সিদ্ধান্ত নিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত ভারতে এসে কোনও ক্রিকেট টুর্নামেন্ট না খেলার কথা পাকাপোক্ত করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে, যদি পাকিস্তানের মহিলা দল মূল পর্বে চলে আসে, তাহলে ভারত বনাম পাকিস্তান মহিলা দলের ম্যাচ আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একটি নিরপেক্ষ দেশ বেছে নিতে হবে, কারণ দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি ঠিকঠাক নয়।