আবহাওয়া সোনার দাম আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অন্যান্য

PAN ও Aadhaar লিঙ্ক হয়েছে কি না চেক করার সহজ উপায়

Published on: December 11, 2025
Pan Aadhaar Link Status Check

আপনার যদি প্যান কার্ড থাকে, তাহলে সেটিকে আধার কার্ডের সঙ্গে লিংক করা এখন বাধ্যতামূলক। না করলে ভবিষ্যতে বড় বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্যান–আধার লিংক করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫। এই সময়ের মধ্যে লিংক না করলে আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। ফলে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে বিভিন্ন আর্থিক পরিষেবা ব্যবহারে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

Pan Aadhaar Link Status Check:

প্যান কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ নথি, যা ভারতের আয়কর বিভাগ (Income Tax Department) ইস্যু করে। এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া, কর পরিশোধ এবং অন্যান্য আর্থিক লেনদেনে অত্যন্ত জরুরি। যদি আপনি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং এর ফলে বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে হবে।

আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না, তা এখন সহজেই আপনার স্মার্টফোন ব্যবহার করে কয়েকটি ধাপে চেক করা সম্ভব। অনেকেই এখনও নিশ্চিত নন তাদের PAN–Aadhaar লিঙ্ক সম্পন্ন হয়েছে কি না। তাই আজকের প্রতিবেদনে আমরা দেখাবো অনলাইনে কিভাবে প্যান–আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন। সঙ্গে থাকছে ধাপে ধাপে নির্দেশিকা, যাতে যদি লিঙ্ক না হয়ে থাকে, আপনি দ্রুত তা সম্পন্ন করতে পারেন।

  1. প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল www.incometax.gov.in খুলুন। লিঙ্কে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন।
  2. হোমপেজে থাকা Link Aadhaar Status অপশনে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে PAN কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখে View Link Aadhaar Status বোতামে ক্লিক করুন।
  4. যদি পর্দায় লেখা আসে, “Your PAN XXXXXX is already linked to given Aadhaar XXXXXXXX”, তাহলে বুঝবেন আপনার প্যান কার্ড ইতিমধ্যেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now