Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিPersonal Loan on PAN Card: প্যান কার্ড গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে!

Personal Loan on PAN Card: প্যান কার্ড গ্রাহকদের ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Personal Loan on PAN Card: বর্তমানে হঠাৎ করে টাকার দরকার হলে ব্যাংক থেকে ঋণ পাওয়া সত্যিই আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এখনো অনেকেই জানেন না, শুধুমাত্র প্যান কার্ড (PAN Card) থাকলেই আপনি সহজেই পার্সোনাল লোন (Personal Loan) পেতে পারেন। আজকের দিনে প্রায় প্রতিটি ভারতীয়ের কাছেই প্যান কার্ড রয়েছে। এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ কার্ডটির সাহায্যে এখন ঘরে বসেই মাত্র এক ক্লিকেই ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ মিলছে। আয়কর দপ্তর দ্বারা ইস্যু হওয়া এই কার্ডটির শক্তি আসলে অনেক বড়। আপনি যদি এখন পার্সোনাল লোন নিতে চান, তাহলে কিভাবে প্যান কার্ড ব্যবহার করে সহজেই আবেদন করবেন, তা চলুন জেনে নেওয়া যাক।

Personal Loan on PAN Card Loan

বর্তমানে প্যান কার্ডের উপর নির্ভর করে যে কোন প্রকারের লোন, বিশেষত Personal Loan অনেক দ্রুততার সঙ্গেই পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনার প্যান কার্ডটিকে আবশ্যিকভাবে আধার কার্ড (Aadhar Card) এর সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এর ফলে দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকের তরফ ব্যক্তিগত পরিচয় যাচাইকরণের কাজ সম্পন্ন হয়। যদিও আপনার যদি বর্তমানে ব্যবসায়িক কোনো কারণে অথবা অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে পার্সোনাল লোনের প্রয়োজন হয়ে থাকে, তাহলে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলতে হবে।

পার্সোনাল লোনের শর্তাবলী

  • ভারতবর্ষের ন্যূনতম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সীরা ব্যক্তিগত লোনের জন্য আবেদন জানাতে পারেন।
  • PAN Card Loan Personal Loan এ আবেদন জানানোর জন্য আবেদনকারীর কাছে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
  • এর পাশাপাশি প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
  • অপরদিকে যে কোন ঋণ বা লোন এর ক্ষেত্রে ওই ব্যক্তির ক্রেডিট স্কোর প্রয়োজন হয়ে থাকে।
  • এই ক্রেডিট স্কোরের মূল অর্থ হলো- আপনি এর আগের ঠিক কতগুলি লোন নিয়েছেন,
  • সেই লোন সঠিক সময় পরিশোধ করেছেন কিনা তার একটি ইতিহাস।

CIBIL Score Credit Score Check

পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ পাওয়া অনেকটাই নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপর, আর এই স্কোর নির্ধারিত হয় আপনার পূর্ববর্তী ঋণ বা লোন শোধের অভিজ্ঞতার ভিত্তিতে। যেমন ধরুন, আপনি যদি এর আগে পাঁচটি লোন নিয়ে প্রতিটি সঠিক সময়ে শোধ করে থাকেন, তাহলে আপনার ক্রেডিট স্কোর নিঃসন্দেহে ভালো থাকবে। সাধারণভাবে, একজন ব্যক্তির হাতে যত বেশি ঋণ বা ক্রেডিট কার্ড থাকে এবং তিনি সেগুলো কতটা দায়িত্বের সঙ্গে ব্যবহার করেছেন, সেইসব মিলিয়েই তৈরি হয় এই স্কোর। আর আপনি চাইলে খুব সহজেই CIBIL বা Experian-এর মতো ওয়েবসাইট থেকে কিংবা GPay বা Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করে একদম ফ্রিতে নিজের স্কোর চেক করতে পারেন।

PAN Card Loan Personal Loan এর জন্য আবেদন

আপনি যদি উপরে উল্লেখিত সমস্ত শর্ত পূরণ করে থাকেন, তাহলে খুব সহজেই প্যান কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদন জানাতে পারেন। প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে, ঠিক কত টাকার ঋণ আপনার প্রয়োজন। তারপর সেই অনুযায়ী আপনার কাছাকাছি কোনো ব্যাংক বা NBFC-তে গিয়ে আবেদন করতে পারেন। আজকের দিনে শুধু অফলাইন নয়, বেশিরভাগ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অনলাইনেই লোনের আবেদন জানানো যায়। তবে আবেদন করার আগে অবশ্যই ঋণের সুদের হার, শর্তাবলী এবং পরিশোধের সময়সীমা ভালোভাবে পড়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন – তাতে ভবিষ্যতে কোনও ঝামেলায় পড়তে হবে না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

উপসংহার

আজকের দিনে যেকোনো ব্যবসা বা ব্যক্তিগত কারণে ঋণের প্রয়োজন হয়ে থাকে অনেকেরই। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, ডিজিটাল যুগে আপনি ঘরে বসেই মাত্র একটি ক্লিকেই Personal Loan on PAN Card-এর মাধ্যমে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে ঋণ নেওয়ার আগে অবশ্যই সেই ঋণের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। পাশাপাশি Personal Loan EMI Calculator ব্যবহার করে মাসিক কিস্তি কত হবে, সেটাও নিশ্চিত করে নিন। তাই দেরি না করে, আপনার যদি ঋণের প্রয়োজন থাকে, তাহলে এখনই শুধু প্যান কার্ড দিয়ে সহজেই আবেদন করে ফেলুন।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -