Sunday, September 7, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Lionel Messi Kolkata Visit:...

Lionel Messi Kolkata Visit: শহরে আসছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi Kolkata...

শ্রেয়া ঘোষালের সুরে জমবে...

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ২০২৫, আর সেই...

Baaghi 4 Review in...

Baaghi 4 Review in Bengali: সাজিদ নাদিয়াদওয়ালার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি **‘বাঘি’**র চতুর্থ কিস্তি আজ...

ATM Franchise Business: নিজের...

ATM Franchise Business: আজকের দিনে চাকরির বাজারে টিকে থাকা সত্যিই কঠিন হয়ে পড়েছে।...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

PM Svanidhi Yojana 2025: ব্যবসায়ীদের জন্য ৯০,০০০ টাকার ঋণের সুযোগ

PM Svanidhi Yojana 2025: করোনা মহামারির সময় হকারদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী...

Most Popular

- Advertisement -
Homeপ্রকল্পসরকারি প্রকল্পPM Svanidhi Yojana 2025: ব্যবসায়ীদের জন্য ৯০,০০০ টাকার ঋণের সুযোগ

PM Svanidhi Yojana 2025: ব্যবসায়ীদের জন্য ৯০,০০০ টাকার ঋণের সুযোগ

PM Svanidhi Yojana 2025: করোনা মহামারির সময় হকারদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার চালু করে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM Svanidhi Yojana)। এই প্রকল্পের আওতায় হকাররা ব্যবসা শুরু বা চালিয়ে যাওয়ার জন্য ৮০,০০০ টাকা পর্যন্ত গ্যারান্টি-মুক্ত ঋণ পেয়েছিলেন। এবার কেন্দ্রীয় সরকার সেই ঋণের সীমা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে এখন থেকে সুবিধাভোগীরা ৯০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, তাও কোনও গ্যারান্টি ছাড়াই।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

৩১ মার্চ ২০৩০ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে

কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana)সম্প্রসারণ ও পুনর্গঠনের অনুমোদন দিয়েছে, যা কোটি কোটি হকারদের এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরদের জন্য একটি বড় স্বস্তি। প্রতিবেদন অনুসারে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ১.১৫ কোটি রাস্তার বিক্রেতা উপকৃত হবেন, যার মধ্যে ৫০ লক্ষ নতুন সুবিধাভোগীও রয়েছেন। গৃহ ও নগর বিষয়ক মন্ত্রকের সঙ্গে আর্থিক পরিষেবা বিভাগ ৩১ মার্চ, ২০৩০ পর্যন্ত অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারে মোট ৭,৩৩২ কোটি টাকা ব্যয় হবে।

৮০ টাকা নয়, এখন ৯০ হাজার টাকা পর্যন্ত ঋণ (PM Svanidhi Yojana 2025)

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সময়সীমা বাড়ানোর পাশাপাশি ঋণের পরিমাণও বাড়ানো হয়েছে, যাতে আরও বেশি হকার ও ছোট ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন। আগে এই প্রকল্পের আওতায় তিন ধাপে মোট ৮০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো—যেখানে প্রথমে ১০ হাজার, তারপর ২০ হাজার এবং শেষে ৫০ হাজার টাকা দেওয়া হতো। তবে এখন সেই সীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম পর্যায়ে ১৫ হাজার, দ্বিতীয় পর্যায়ে ২৫ হাজার এবং তৃতীয় পর্যায়ে ৫০ হাজার টাকা পর্যন্ত গ্যারান্টি-মুক্ত ঋণ পাওয়া যাবে। তবে এর পুরো সুবিধা পেতে হলে সময়মতো টাকা শোধ করে নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা খুবই জরুরি।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

অর্থাৎ, যদি কোনও ব্যক্তি নিজের ব্যবসা শুরু করার জন্য আবেদন করেন, তাহলে তিনি প্রথমে ১৫,০০০ টাকা ঋণ পাবেন এবং তারপর নির্ধারিত সময়ের মধ্যে এই ঋণের পরিমাণ পরিশোধ করার পর, তিনি এই প্রকল্পের অধীনে পরবর্তী ২৫,০০০ টাকার ঋণ পেতে সক্ষম হবেন। একইভাবে, যখন তিনি এই ঋণ পরিশোধ করবেন, তখন তিনি ৫০,০০০ টাকা এককালীন ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬৮ লক্ষেরও বেশি সুবিধাভোগীকে ১৩,৭৯৭ কোটি টাকার ৯৬ লক্ষেরও বেশি ঋণ বিতরণ করা হয়েছে। প্রায় ৪৭ লক্ষ সুবিধাভোগী ডিজিটালভাবে সক্রিয়, যারা ৬.০৯ লক্ষ কোটি টাকার ৫৫৭ কোটিরও বেশি লেনদেন করেছেন।

আধার কার্ড সঙ্গে রাখুন এবং ঋণ নিন

এই সরকারি ঋণ প্রকল্পে কোনও গ্যারান্টি বা বন্ধক দেওয়ার ঝামেলা নেই, যা হকার ও ছোট ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির বিষয়। আধার কার্ডের মাধ্যমে সহজ প্রক্রিয়াতেই ধাপে ধাপে এই ঋণ পাওয়া যায়। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া বাধ্যতামূলক, আর সেই সময়সীমা সাধারণত এক বছর। সুবিধার কথা হলো, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় নেওয়া এই ঋণ কিস্তিতে (EMI) শোধ করার সুযোগও রয়েছে।

Rupay ক্রেডিট কার্ডের সঙ্গেও এই সুবিধাগুলি পাওয়া যাবে

সরকার জানিয়েছে যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) আওতায় যারা সময়মতো দ্বিতীয় ঋণ শোধ করবেন, তাদের একটি ইউপিআই-লিঙ্কযুক্ত রুপে ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই কার্ড ব্যবসার পাশাপাশি ব্যক্তিগত আর্থিক চাহিদা মেটাতেও কাজে লাগবে। শুধু তাই নয়, ছোট ব্যবসা শুরু করা সুবিধাভোগীদের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে খুচরো ও পাইকারি কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ১,৬০০ টাকা পর্যন্ত ডিজিটাল ক্যাশব্যাক দেওয়া হবে। এই প্রকল্পের সম্প্রসারণের মূল লক্ষ্য হলো আরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের ব্যবসা ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করে আরও শক্তিশালী করে তোলা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন