আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে দারুণ সুযোগ

Published on: November 13, 2025
Post Office Scheme

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা SIP-এর ওঠানামার দুনিয়ায় আজও পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগের স্কিমগুলো সমানভাবে জনপ্রিয়। অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ এমন জায়গায় রাখতে চান, যেখানে ঝুঁকি কম এবং প্রতি মাসে নিশ্চিত আয় পাওয়া যায়। তাঁদের জন্য পোস্ট অফিসের স্কিমগুলো (Post Office Scheme) একদম উপযুক্ত। কারণ এখানে এককালীন অর্থ জমিয়ে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ইনকাম পেতে পারেন—যেমন, নির্দিষ্ট স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে ₹9,250 পর্যন্ত আয় করা সম্ভব! তাই স্থির, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আয়ের জন্য পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme) হতে পারে আপনার সেরা বিকল্প।

গ্রাহকদের মাসিক আয়ের পথ দেখায় এই স্কিম (Post Office Scheme)

যাঁরা এককালীন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমিয়ে প্রতি মাসে স্থির আয় করতে চান, তাঁদের জন্য ভারতীয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) হতে পারে দারুণ একটি বিকল্প। এই স্কিমে আপনি একবার টাকা জমিয়ে প্রতি মাসে শুধুমাত্র সুদ থেকেই প্রায় ₹9,250 পর্যন্ত আয় করতে পারবেন। সবচেয়ে ভালো দিক হলো, মাত্র ₹1,000 থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়, ফলে বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ না থাকলেও সুবিধা পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, এই স্কিমে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। বর্তমানে পোস্ট অফিসের এই MIS স্কিমে বার্ষিক ৭.৪% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

অবশ্যই পড়ুন: মানি অর্ডার, পার্সেল বুকিং, অ্যাকাউন্ট ওপেনিং—এবার ঘরে বসেই সব কাজ! লঞ্চ হল ডাক সেবা অ্যাপ

বলা বাহুল্য, পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ সর্বোচ্চ 5 বছর। পরবর্তীতে এর মেয়াদ বাড়িয়ে নেওয়া সম্ভব। এবার আসা যাক সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে সে প্রসঙ্গে। ভারতীয় পোস্ট অফিস বলে, এই স্কিমটিতে একজন ব্যক্তি শুধুমাত্র এককালীন অর্থাৎ একবার বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে পোস্ট অফিসের MIS স্কিমে। বলে রাখ ভাল, এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলার দুমাস পর থেকে সুদ পাওয়া যায় মেয়াদপূর্তির সময় পর্যন্ত।

কীভাবে ঘরে বসেই প্রতি মাসে 9,250 টাকা করে পাবেন?

ভারতীয় পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে (MIS) আপনার মাসিক আয়ের পরিমাণ সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত টাকা বিনিয়োগ করছেন তার উপর। যদি কোনও ব্যক্তি একক অ্যাকাউন্টে সর্বাধিক ₹9 লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে তিনি বার্ষিক ৭.৪% সুদের হারে প্রতি মাসে প্রায় ₹5,500 করে পাবেন। অন্যদিকে, যদি একই ব্যক্তি স্ত্রী বা স্বামীর সঙ্গে যৌথভাবে এই স্কিমে সর্বাধিক ₹15 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে মোট বিনিয়োগের উপর ৭.৪% সুদের হিসেবে ₹9,250 টাকা পর্যন্ত মাসিক আয় হবে। অর্থাৎ, স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত মাসিক আয় চান এমন বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে একেবারে নির্ভরযোগ্য ও লাভজনক বিকল্প।

উল্লেখ্য, যদি কোনও নিয়োগকারী মাত্র 1 থেকে 3 বছরের মধ্যে পোস্ট অফিসের MIS স্কিমের অ্যাকাউন্ট বন্ধ করে দেন তবে তার মূল রাশি থেকে 2 শতাংশ কেটে নেওয়া হবে। তবে যদি একজন বিনিয়োগকারী তাঁর MIS অ্যাকাউন্ট 3-5 বছরের মধ্যে বন্ধ করেন তাহলে তার মূল রাশি থেকে 1 শতাংশ মাইনাস হবে। বলে রাখি, এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আবেদন করলেই হবে। তাছাড়াও ভারতীয় ডাক বিভাগের নতুন অ্যাপ ডাক সেবাতেও খুব সম্ভবত শীঘ্রই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা!

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now