আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

এক সপ্তাহে বক্স অফিসে ‘প্রজাপতি ২’-র আয় কত? সামনে এল সম্পূর্ণ রিপোর্ট

Published on: January 1, 2026
প্রজাপতি ২

রাঞ্জান মাহাত, কলকাতা: ২০২৬ শুরু হতেই বাংলা ছবির বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সুপারস্টার দেব। বছরের শেষদিকে মুক্তি পাওয়া বড় বাজেটের ছবিগুলির মধ্যে আপাতত ব্যবসায় এগিয়ে রয়েছে তাঁর অভিনীত ‘প্রজাপতি ২’ (Projapati 2)। দেবের দাবি ছিল, এই ছবি বক্স অফিসে ১০ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারে। তবে প্রথম সপ্তাহের শেষে প্রাপ্ত আয়ের হিসেব বলছে, সেই লক্ষ্যে পৌঁছতে এখনও বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে। ফলে দর্শক ও ইন্ডাস্ট্রির নজর এখন একটাই প্রশ্নে—শেষ পর্যন্ত ‘প্রজাপতি ২’ ঠিক কত টাকা আয় করতে পারল?

— Advertisement —

প্রথম সাত দিনে কত আয় করল ‘প্রজাপতি ২’

২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই এক সপ্তাহ পার করেছে ‘প্রজাপতি ২’। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম সাত দিনে ছবিটি মোট আয় করেছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা। শুধু সপ্তম দিনেই ছবির আয় ছিল ৪১ লক্ষ টাকা। ছুটির মরসুমে দর্শকের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হলেও, এখনও পর্যন্ত ব্যবসা সেই গতিতে এগোয়নি। তবে নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি ছবির কালেকশন কিছুটা বাড়তে পারে বলেই অনুমান করছেন সিনেমা মহলের একাংশ।

— Advertisement —

তবে এক সাক্ষাৎকারে দেব আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছিলেন, ‘প্রজাপতি ২’ বক্স অফিসে ১০ কোটি টাকা আয় করবে। যদিও এখনও পর্যন্ত দেবের তরফে কোনও অফিশিয়াল বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, ছবিটির আনুমানিক বাজেট প্রায় ৭ কোটি টাকা। সেই তুলনায় প্রথম সপ্তাহের আয় দেখে স্পষ্ট, লক্ষ্যে পৌঁছতে ছবিটিকে আরও কিছুটা সময় নিতে হবে। নতুন বছরের ছুটির মরসুমে ব্যবসা বাড়লে ছবির ভাগ্য ঘুরতে পারে বলেই মনে করছেন সিনেমা মহল। তবে শেষ পর্যন্ত ‘প্রজাপতি ২’ ১০ কোটির মাইলফলক ছুঁতে পারবে কিনা, তা বলবে আগামী দিনের বক্স অফিস রিপোর্টই।

— Advertisement —

‘প্রজাপতি ২’ এর দৈনিক বক্স অফিস কালেকশন

রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ‘প্রজাপতি ২’-এর বক্স অফিস পারফরম্যান্স ছিল এমন—

  • প্রথম দিন: ৮২ লক্ষ টাকা
  • দ্বিতীয় দিন: ৩২ লক্ষ টাকা
  • তৃতীয় দিন: ৪৩ লক্ষ টাকা
  • চতুর্থ দিন: ৫৬ লক্ষ টাকা
  • পঞ্চম দিন: ৩১ লক্ষ টাকা
  • ষষ্ঠ দিন: ৩৩ লক্ষ টাকা
  • সপ্তম দিন: ৪১ লক্ষ টাকা

সব মিলিয়ে, মুক্তির প্রথম সাত দিনে ছবিটি মোট ৩ কোটি ১৮ লক্ষ টাকা আয় করেছে।

— Advertisement —

শুভশ্রী এবং কোয়েলের ছবির রিপোর্ট কী বলছে?

এদিকে বক্স অফিসের অন্য ছবিগুলোর ছবিটাও এক নজরে দেখে নেওয়া যাক। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সপ্তম দিনে মাত্র ৬ লক্ষ টাকা আয় করেছে। প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে আনুমানিক ৫৩ লক্ষ টাকা। অন্যদিকে, অরিন্দম শীল পরিচালিত কোয়েল মল্লিকের ‘মিতিন একটি খুনির সন্ধানে’ প্রথম সপ্তাহে আয় করেছে প্রায় ৫৭ লক্ষ টাকা

সব মিলিয়ে বক্স অফিসের সংখ্যার হিসেব নিয়ে বিতর্ক থাকলেও ব্যবসার দৌড়ে আপাতত স্পষ্টভাবেই অন্যদের থেকে এগিয়ে দেব। কারণ, ‘খাদান ২’, ‘ধুমকেতু’, ‘রঘু ডাকাত’-এর পর এবার ‘প্রজাপতি ২’— একের পর এক ছবির মাধ্যমে গোটা ২০২৫ জুড়েই বক্স অফিসে দাপট বজায় রেখেছেন মেগাস্টার দেব। এখন দেখার, নতুন বছরের ছুটি ও আগামী সপ্তাহগুলোতে ‘প্রজাপতি ২’ সেই বহু আলোচিত ১০ কোটির মাইলফলক ছুঁতে পারে কিনা।

— Advertisement —

Ranjan Mahato

Ranjan Mahato একজন বিনোদন সংবাদ লেখক, যিনি সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ ও তারকাদের লাইফস্টাইল নিয়ে লেখেন। সহজ ভাষায় দ্রুত ও নির্ভুল আপডেট দেওয়াই তার মূল লক্ষ্য। অবসরে তিনি নতুন ছবি ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অনলাইন মিডিয়া জগতে তার যাত্রা শুরু 2025 সালে। লেখালেখির পাশাপাশি Ranjan Mahato নতুন ছবি, গান ও সিরিজ দেখে রিভিউ করতে ভালোবাসেন। অবসরে তিনি সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড অনুসরণ করেন এবং পাঠকদের জন্য নতুন কনটেন্ট আইডিয়া সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now

Leave a Comment