আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Railway Group D Recruitment 2026: মাধ্যমিক পাশেই সুযোগ, রেলে ২২ হাজার শূন্যপদ!

Published on: January 3, 2026
Railway Group D Recruitment

JKNews24 Desk: ২০২৬ সালের শুরুতেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর—ভারতীয় রেলে ২২ হাজারেরও বেশি শূন্যপদে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহজ ও সরাসরি; বিস্তারিত পদবিস্তারিত, যোগ্যতার শর্ত, বেতন কাঠামো এবং আবেদন করার ধাপগুলো জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

Railway Group-D Recruitment 2026: ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ

নতুন বছরের শুরুতেই ২২ হাজারেরও বেশি শূন্য পদে রেলওয়ে গ্রুপ ডি পদে সংক্ষিপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১শে জানুয়ারি ২০২৬ থেকে

— Advertisement —
কার্যক্রমতারিখ ও সময়
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরCEN No. 09/2025
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৭ শে ডিসেম্বর ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ২১ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ টা)

যোগ্যতা (Eligibility)

রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীর কিছু মূল যোগ্যতা থাকা জরুরি। প্রার্থী অবশ্যই মাধ্যমিক (এসএসসি) পাস হতে হবে, এবং যদি আইটিআই প্রশিক্ষণ করা থাকে, তবে তা নির্বাচনের সময় অগ্রাধিকার হিসেবে গণ্য হবে। বয়সের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া আবশ্যক, তবে বিভিন্ন কাস্ট অনুযায়ী সরকার নির্ধারিত বয়সসীমার ছাড় প্রযোজ্য।

— Advertisement —

আবেদন প্রক্রিয়া

রেলওয়ে গ্রুপ ডি (লেভেল–১) পদে আবেদন করতে হলে প্রার্থীদের শুধুমাত্র https://www.rrbapply.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। কোনো নির্ধারিত সময়ের পরে বা অন্য মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে যাচাই-বাছাই দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদের আধার নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আধারের মাধ্যমে সফল যাচাই নিশ্চিত করতে, আধার কার্ডে থাকা নাম ও জন্ম তারিখ অবশ্যই দশম শ্রেণির সার্টিফিকেটের সঙ্গে পুরোপুরি মিল থাকতে হবে। এছাড়া, আবেদন করার আগে আধারে সর্বশেষ ছবি ও বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ ও আইরিস) আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

— Advertisement —

বেতন কাঠামো

কেন্দ্রীয় সরকারের লেভেল-১ পে স্কেল অনুযায়ী, নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা মূল বেতন পাবেন। এছাড়া DA, HRA, TA এসব মিলিয়ে মোট বেতন প্রতি মাসে ৩০ থেকে ৩২ হাজার টাকা থেকে শুরু হবে

rrb group d 2026
বিবরণলিংক
আবেদন অনলাইন পোর্টালrrbapply.gov.in
রেলে চাকরির অন্যান্য তথ্য (Railway Jobs)Click Here →

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now