স্বস্তির দিন শেষ! দক্ষিণবঙ্গের মানুষকে ফের গরমের দাপটের জন্য প্রস্তুত থাকতে হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। যদিও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলির আবহাওয়া এখনও মনোরম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষকে ফের কালঘাম ছুটিয়ে ছাড়বে এই তাপপ্রবাহ।
সব খবর
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
আজ থেকে ধীরে ধীরে বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। গরমের দাপট বাড়তে শুরু করবে, পারদ চড়তে পারে ৩৫-৩৮ ডিগ্রির! তবে আজকের দিনটা একটু আলাদা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তির পরই ফের গরমের দাপট বাড়তে চলেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। বেলার দিকে তাপমাত্রার পারদ চড়বে, রোদের তেজ থাকবে তীব্র।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার থেকেই আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সার্বিক ভাবে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।
সব খবর
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই আগামী কিছু দিন রোদ্দুরের দাপটই থাকবে সঙ্গী। তবে ২৮ মার্চ দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। কিন্তু বেশি আশার কিছু নেই, কারণ বৃষ্টির পরই আবার ফিরবে শুকনো, খটখটে আবহাওয়া। পারদও চড়বে অনেকটাই, ফলে গরমের অস্বস্তি বাড়তে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |