আবহাওয়ার সর্বশেষ আপডেট: বাংলার আবহাওয়া যেন রীতিমতো লুকোচুরি খেলছে! কখনো হালকা শীতের পরশ, কখনো আবার আচমকা উষ্ণতা বাড়ছে। ভোর ও সন্ধ্যায় এখনও ঠান্ডার আমেজ থাকলেও, আবহাওয়াবিদদের ইঙ্গিত বলছে—আর বেশি দিন এই মনোরম আবহাওয়া থাকবে না! আজ শনিবার থেকেই বাংলার আবহাওয়ার ধরন বদলাতে শুরু করবে। ধাপে ধাপে বাড়বে গরম, আর মার্চ মাসে তা আরও তীব্র হতে পারে। বিশেষ করে, দোলযাত্রা ও হোলির আগে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে চলেছে! আগামী কয়েকদিন উষ্ণতা বাড়লেও তাপমাত্রার ওঠানামা দেখা যাবে। আজ আকাশ একেবারে পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তবে দক্ষিণ-পশ্চিমবঙ্গে বড় পরিবর্তন আসতে পারে। আইএমডির পূর্বাভাস বলছে, কিছু জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে, আর কলকাতার পারদ ৩৫ ডিগ্রির ওপরে উঠতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এর পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হবে। বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। রবিবার, ৯ মার্চ, একটি নতুন পশ্চিমা ঝঞ্ঝার আগমন হতে পারে।
আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আবারও বৃষ্টির আভাস! রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আরও বৃষ্টি হতে পারে। তবে সোমবার আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকবে, কারণ সেদিন উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার কথা। কিন্তু বেশি দিন স্বস্তি নেই—মঙ্গলবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরমের দাপট বজায় থাকবে, যা সাধারণ মানুষের জন্য আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে।