আজকের আবহাওয়া: আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই দোলযাত্রা! কিন্তু দোলের আগে থেকেই সূর্যদেব যেন রুদ্র মূর্তি ধারণ করেছেন। কিছু বছর আগেও দোলের সময়ে হালকা ঠান্ডার আমেজ থাকত, কিন্তু এখন সেটা শুধুই স্মৃতি! বিগত কয়েকদিন ধরে ভোরবেলা কিছুটা শীতলতা থাকলেও, দুপুরের দিকে যেন তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। এমনকি সন্ধ্যাতেও গরম কমছে না। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এখন অফিসিয়ালি গ্রীষ্মকালেই ঢুকে পড়েছে। তবে এর মাঝেই বাংলার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা হয়তো একটু স্বস্তি দিতে পারে। আজ মঙ্গলবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, তা জানার জন্য চোখ রাখুন আপডেটে!
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সকালবেলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঠান্ডা, শুষ্ক উত্তুরে হাওয়া বইতে পারে। তবে রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে গরমও ক্রমশ বাড়বে। আজ এবং আগামী কয়েকদিন গরম আর আদ্রতার দাপট বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা যেমন বাড়বে, তেমনি রাতের তাপমাত্রাও ধীরে ধীরে উষ্ণ হবে। এই দোল/হোলির সময় কলকাতায় পারদ ছাড়িয়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে!
দোলের দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, বেশিরভাগ এলাকায় বৃষ্টি হবে না। সপ্তাহ জুড়ে কলকাতায় রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক আবহাওয়া থাকবে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতরের তরফে কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
একদিকে যখন দক্ষিণবঙ্গে গরম দিনকে দিন চড়চড় করে বাড়ছে, ঠিক তখনই উত্তরবঙ্গ যেন একটু স্বস্তির খোঁজ দিচ্ছে! সপ্তাহের শুরুতেই দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, জলপাইগুড়ি ও কোচবিহারেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গরম যেমন ছিল, তেমনই থাকবে, বরং তাপমাত্রা আরও একটু বাড়তে পারে! ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী সপ্তাহে শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে, যা গরমকে আরও বাড়িয়ে তুলবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।