আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

বিলাসবহুল গাড়ি নিয়ে ছাগল চুরি! জনতার তাড়া খেয়ে উল্টে গেল বাহন, গ্রেফতার ৩

Updated On:
Raniganj

ROHAN,রানীগঞ্জ: ছাগল চুরি করতে গিয়ে মহা বিপত্তি! বিলাসবহুল গাড়ি নিয়ে এসে জনতার তাড়া খেয়ে হিমশিম খেতে হল চোরদের৷ ঘটনাটি ঘটেছে রানীগঞ্জে (Raniganj)। শেষ পর্যন্ত গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে পালাতে গিয়ে দুটি মোটরসাইকেল এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে উল্টে গেল ছাগল চুরি করে পালানো হন্ডা সিটি গাড়ি! অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ।

হন্ডা সিটি গাড়ি নিয়ে ছাগল চুরি

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রানিগঞ্জের বক্তানগর এলাকায় ছাগল চুরি করতে গিয়ে তিন যুবক ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতার দিক থেকে হন্ডা সিটি গাড়িতে করে ওই তিন যুবক এলাকায় এসে সুযোগ বুঝে কয়েকটি ছাগল গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে। কিন্তু বিষয়টি চোখে পড়তেই স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করতে শুরু করেন এবং তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

গ্রেফতার ৩ ছাগল চোর

স্থানীয়দের তীব্র তাড়া খেয়ে পালানোর সময় হন্ডা সিটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে, তারপর রাস্তায় চলাচলকারী কয়েকজন মানুষকেও ধাক্কা দেয়। কিছুটা এগোতেই সামনে রাস্তা বন্ধ দেখে গাড়িটি আর সামলাতে না পেরে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। এরপরই স্থানীয়রা গাড়িটিকে ঘিরে ফেলে তিন জন চোরকে বের করে আটক করে রাখেন এবং মারধরও করা হয়। ধৃতদের নাম মহম্মদ শামিম, মহম্মদ মাহমুদ ও দিননাথ জয়সওয়াল—তিন জনই কলকাতার বাসিন্দা। খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাগলসহ অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে রানীগঞ্জের কুমোরপাড়া এলাকায় ছাগল চুরির মত ঘটনা বেড়েই চলেছে। বারংবার এই ঘটনা নিয়ে বেশ উদ্বেগের মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। একাধিকবার প্রশাসনের কাছে এই সমস্যার সমাধানের জন্য অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো উপায়ে চোরদের ধরা যাচ্ছিল না, শেষে গতকাল তিনি যুবককে গ্রেফতার করায় তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now