দেশের কোটি কোটি রেশন কার্ডধারীর জন্য এলো দারুণ সুখবর! কেন্দ্রীয় সরকার নাকি রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে (ration card news bangla)। বিশেষ করে ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’র (Antyodaya Anna Yojana) সুবিধাভোগীদের জন্য আসছে এই নতুন নিয়ম। জানা গেছে, খাদ্যশস্য বিতরণে যে বৈষম্য দেখা দেয়, তা দূর করতেই এই পদক্ষেপ নিচ্ছে সরকার। ফলে যারা এতদিন সঠিক পরিমাণে রেশন পেতেন না, তাদের জন্য এটি হতে পারে এক ঐতিহাসিক পরিবর্তন।
Table of Contents
রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের (ration card news bangla)
বর্তমানে অন্ত্যোদয় রেশন কার্ডধারী পরিবারগুলিকে প্রতি পরিবারে নির্দিষ্ট ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়, পরিবারের সদস্য সংখ্যা যতই হোক না কেন। অর্থাৎ, দুই সদস্যের ছোট পরিবার হোক বা সাত সদস্যের বড় পরিবার—সবার জন্যই সমান পরিমাণ খাদ্যশস্য। ফলে একদিকে কম সদস্যের পরিবারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্যশস্য মজুত হয়, অন্যদিকে বড় পরিবারগুলির কাছে তা অপ্রতুল হয়ে পড়ে। এই বৈষম্য দূর করতেই কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন নিয়ম আনতে উদ্যোগী হয়েছে, যাতে খাদ্যশস্য বণ্টন আরও ন্যায্য ও প্রয়োজনভিত্তিক হয়।
প্রতি ব্যক্তি পাবেন ৭.৫ কেজি খাদ্যশস্য
কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক রিপোর্ট অনুসারে, এখন ‘প্রতি পরিবার’-এর পরিবর্তে ‘প্রতি ব্যক্তি’-কে খাদ্যশস্য বিতরণ করা হবে। নতুন প্রস্তাব অনুসারে, অন্ত্যোদয় যোজনার প্রতিটি সদস্য ৭.৫ কেজি খাদ্যশস্য পাবেন (ration card news bangla)। এটি সাধারণ রেশন কার্ডধারীরা (৫ কেজি) যে পরিমাণ খাদ্যশস্য পান তার চেয়েও বেশি হবে। আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের মার্চ নাগাদ সারা দেশে এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের প্রায় ১.৭১ কোটি অন্ত্যোদয় রেশন কার্ডধারী পরিবারের জীবনে বড় পরিবর্তন আসবে। সূত্রের খবর অনুযায়ী, চার বা তার কম সদস্যের পরিবারগুলো আর বর্তমানের মতো ৩৫ কেজি খাদ্যশস্য পাবে না—তাদের প্রাপ্য কিছুটা কমবে (ration card news bangla)। অন্যদিকে, পাঁচ বা তার বেশি সদস্যের পরিবারগুলিকে নতুন নিয়মে আরও বেশি খাদ্যশস্য দেওয়া হবে। সরকারের দাবি, এই পদক্ষেপে একদিকে যেমন খাদ্যশস্য সাশ্রয় হবে, তেমনি প্রকৃত অভাবীদের কাছেও রেশনের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছানো যাবে।
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


