Ravindra Jadeja Record: তিনি শুধু মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সতীর্থ নন, বরং তাঁর অন্যতম অনুরাগীও। চেন্নাই সুপার কিংসের হয়ে বহু বছর ধোনির নেতৃত্বে খেলেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। আর এবার সেই প্রিয় অধিনায়কেরই রেকর্ড ভেঙে নিলেন জাডেজা।
টেস্ট ক্রিকেটে ছক্কার দাপটে এবার মহেন্দ্র সিং ধোনিকেও ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের এই তারকা অলরাউন্ডার এখন টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয়দের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন।
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করছেন জাডেজা। এদিন তিনি চারটি ছক্কা হাঁকিয়ে এখনও ক্রিজে অপরাজিত রয়েছেন। এর ফলে তাঁর মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ৭৯-এ, যা এসেছে ৮৬ টেস্টে। অন্যদিকে ধোনি তাঁর ৯০ টেস্টে করেছিলেন ৭৮ ছক্কা। অর্থাৎ প্রাক্তন অধিনায়কের রেকর্ড এবার পেরিয়ে গেলেন জাডেজা।
টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে বীরেন্দ্র সহবাগের । ১০৩ টেস্টে ৯০টি ছক্কা মেরেছেন বীরু । ৪৭ টেস্টে ৯০টি ছক্কা মেরে তালিকায় দু’নম্বরে ঋষভ পন্থ । সহবাগের রেকর্ড ভেঙে দেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি । ইংল্যান্ডের বিরুদ্ধে পায়ে চোট না পেলে তিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতেন এবং এতদিনে হয়তো সহবাগের রেকর্ড পেরিয়েও যেতেন পন্থ । তালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা । ৬৭ টেস্টে ৮৮টি ছক্কা মেরেছেন তিনি ।
সব খবর
টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে বীরেন্দ্র সহবাগের দখলে। ১০৩ টেস্টে ৯০টি ছক্কা মেরেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ, যিনি মাত্র ৪৭ টেস্টেই ৯০টি ছক্কা মেরেছেন। সহবাগের রেকর্ড ভাঙার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে চোট না পেলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই নজির গড়ে ফেলতে পারতেন তিনি। এদিকে তালিকায় তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। ৬৭ টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৮৮।
সেই সেঞ্চুরি উদ্যাপনটাও ছিল একেবারে অনন্য। ভারতের প্রথম ইনিংসের ৬৫তম ওভার চলছিল, বল হাতে ছিলেন রস্টন চেজ়। ওভারের পঞ্চম ডেলিভারিতে মিড উইকেটে শট খেললেন রাহুল। তাঁর ব্যাট থেকে আসা ফ্লিকে সহজেই এক রান তুলে নিলেন তিনি। আর সেই এক রানেই তিন অঙ্কে পৌঁছে গেলেন রাহুল। সেঞ্চুরি পূর্ণ হতেই হেলমেট খুলে ফেললেন তিনি, তারপর তাতে লাগানো ভারতের তেরঙায় ভালোবাসার চুমু দিলেন। এর পরেই মুখে আঙুল দিয়ে বাজালেন সিটি—যা তাঁর সাফল্য উদ্যাপনের এক অভিনব মুহূর্ত হয়ে রইল।


