Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)RBI-এর কড়া পদক্ষেপ! HDFC ব্যাঙ্ক সহ আরেক সংস্থাকে জরিমানা

RBI-এর কড়া পদক্ষেপ! HDFC ব্যাঙ্ক সহ আরেক সংস্থাকে জরিমানা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

RBI-এর কড়া পদক্ষেপ! ফের কড়া অবস্থান নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)! আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার দুই জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে RBI। এই তালিকায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank এবং আর্থিক পরিষেবা সংস্থা Shriram Finance। জানা গিয়েছে, নিয়ম ভাঙার অভিযোগে এই দুই সংস্থার উপর মোটা অঙ্কের জরিমানা চাপানো হয়েছে। কিন্তু কী এমন করল এই দুই সংস্থা যার জন্য এত বড় শাস্তি? কী ধরনের ভুল ধরা পড়েছে RBI-এর তদন্তে? বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।

HDFC ব্যাঙ্কের বিরুদ্ধে কী অভিযোগ?

জানা গিয়েছে, এইবার HDFC ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল RBI। ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নির্দেশিকা লঙ্ঘন করেছে। আর এই কারণেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৪.৮৮ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে। RBI স্পষ্ট জানিয়েছে, HDFC ব্যাঙ্ক Foreign Exchange Management Act অর্থাৎ ফেমা (FEMA)-র সেকশন ১১(৩) অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়ম না মেনেই বিদেশি বিনিয়োগ গ্রহণ করেছে।

হ্যাঁ, HDFC ব্যাঞ্জ সম্প্রতি একটি টার্ম লোন মঞ্জুর করেছিল। সেখানেই এই নির্দেশিকা অমান্য করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আর এই ঘটনার পর RBI একটি নোটিশ পাঠায় সংশ্লিষ্ট ব্যাঙ্ককে এবং ব্যাঙ্ক লিখিত উত্তর দেয় ও নিজেদের দোষও স্বীকার করে। তবে সমস্ত দিক খতিয়ে দেখার পর RBI জরিমানার সিদ্ধান্তে পৌঁছয়।

Shriram ফাইনান্সের উপর কী অভিযোগ?

Shriram ফাইনান্স লিমিটেড, যা দেশের অন্যতম পরিচিত নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (NBFC), তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিল RBI। Digital Lending Directions 2025-এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম না মানার জন্য ২.৭০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অভিযোগ অনুযায়ী, লোন ফেরতের সময় গ্রাহকদের টাকা সরাসরি কোম্পানির অ্যাকাউন্টে না গিয়ে তৃতীয় পক্ষের অ্যাকাউন্টে জমা পড়ছিল, যা স্পষ্টতই RBI-র গাইডলাইনের লঙ্ঘন। এই ধরনের অনিয়ম গ্রাহকের স্বচ্ছতা ও নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তোলে, আর তাই RBI এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

প্রসঙ্গত, RBI 31 মার্চ, 2024 পর্যন্ত Shriram ফাইনান্সের আর্থিক পরিসংখ্যান খতিয়ে দেখেই এই অনিয়ম চিহ্নিত করেছে। এরপর নোটিশ পাঠিয়ে কারণ দেখানোর নির্দেশও দেওয়া হয়। আর সব কিছু বিচার বিশ্লেষণ করে গত 8 জুলাই, 2025 RBI অফিসিয়াল নির্দেশের মাধ্যমে এই সঙ্গস্থাকে জরিমানার কথা জানিয়ে দেয়।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -