আবহাওয়া সোনার দাম আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অন্যান্য

RBI Coin Update: ৫০ পয়সা থেকে ২০ টাকার কয়েন – সবই বৈধ! RBI জানালেন স্পষ্ট বার্তা

Published on: December 11, 2025
RBI Coin Update

বিভিন্ন ডিজাইনের কয়েন নিয়ে অনেকেই এখন বিভ্রান্ত হয়ে পড়ছেন (RBI Coin Update)। বাজারে সাধারণত খুচরা লেনদেনের সময়, সবজি বা মুদি দোকানে সামগ্রী কিনে খুচরো দিতে গেলে দেখা যায় দোকানদার সেই কয়েন নেবেন না। তারা জানাচ্ছেন যে ১ টাকা বা ২ টাকার ছোট বা বড় কয়েন, কখনও কখনও ৫ বা ১০ টাকার কয়েনও গ্রহণযোগ্য নয়। এর ফলে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যান। এই ধরনের গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা খুচরো লেনদেনকে প্রভাবিত করছে।

ফলে ক্রেতা ও বিক্রেতা কেউই খুচরো কয়েন নিতে চাইছেন না। এই বিভ্রান্তি দূর করতে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) স্পষ্ট বার্তা দিয়েছে সামাজিক মাধ্যমে। RBI জানিয়েছে, একই মূল্যের বিভিন্ন ডিজাইনের কয়েন একই সময় বাজারে বৈধ হিসেবে চালু থাকে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়কেই এই ছোটো বা বড়ো সব ধরনের কয়েন গ্রহণ করতে বলা হচ্ছে।

শুধু তাই নয়, স্পষ্ট বার্তা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে বাজারে থাকা ৫০ পয়সা, ১ টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের সব কয়েনই বৈধ এবং দীর্ঘদিন ধরে প্রচলিত আছে বলে জানিয়ে দিলেন RBI। অর্থাৎ বাজারে থাকা ৫০ পয়সা থেকে শুরু করে ২০ টাকার সকল কয়েন বৈধ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানিয়েছেন, কয়েন সম্পর্কে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কখনও বিশ্বাস করবেন না। পাশাপাশি সকল ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিনা দ্বিধায় এই সব কয়েন গ্রহণ করার জন্য বলা হয়েছে। কেউ যদি বৈধ কয়েন নিতে অস্বীকার করে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের হতে পারে এবং জেলও হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now