ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ: কেন্দ্র সরকারের অধীন মিনিস্ট্রি অফ আয়ুষ-এর তরফে ডেটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা সরকারি চাকরির স্বপ্ন দেখা বহু প্রার্থীর জন্য দারুণ সুযোগ হয়ে উঠতে পারে। এই নিয়োগটি আয়ুরজ্ঞান প্রকল্পের অধীনে সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হবে এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। সরকারি দপ্তরে স্থায়ী চাকরির পথ ধরে এগোনোর এক চমৎকার সুযোগ এটি, তাই আগ্রহী প্রার্থীদের আজই এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে অনুরোধ করা হচ্ছে। নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকেরJKNEWS24 BANGLA-র এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
- পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)।
- মোট শূন্য পদের সংখ্যা- ৩ টি।
- শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি।
- পূর্ব অভিজ্ঞতা- চাকরি প্রার্থীকে যেকোনো সরকারি দপ্তরে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এর পাশাপাশি মাইক্রোসফট অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
অন্যান্য দক্ষতা
আবেদনকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই টাইপিং-এ নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে – ইংরেজি ভাষায় প্রতি মিনিটে অন্তত ৩৫টি শব্দ বা হিন্দি ভাষায় প্রতি মিনিটে অন্তত ৩০টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে। তবে চিন্তার কিছু নেই, টাইপিং-এ সামান্য ভুল হলেও চলবে। মোট টাইপিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫% ভুল পর্যন্ত গ্রহণযোগ্য ধরা হবে।
মাসিক বেতন
উল্লেখিত পদে নিযুক্ত হলে প্রতিমাসে কর্মীদের ২৪,৩৫৬ টাকা করে বেতন দেওয়া হবে। শুধু তাই নয়, এর সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধাও পাওয়া যেতে পারে। তাই যারা এই চাকরির জন্য আগ্রহী, তারা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন এবং সমস্ত তথ্য বুঝে নিয়ে তবেই আবেদন করুন।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের যথাযথ পদ্ধতি মেনে এবং টাইপিং এর দক্ষতা দেখে তবেই কর্মী হিসেবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে সম্পূর্ণ নিয়োগটি চুক্তিভিত্তিক হতে চলেছে। নিযুক্ত কর্মীদের নতুন দিল্লিতে গিয়ে এই কাজ করতে হবে।
আবেদন পদ্ধতি
মিনিস্ট্রি অফ আয়ুষ এর এই পদের জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা হাতে কলমে সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত (self-attested) জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর সবকিছু একটি মুখবন্ধ খামের মধ্যে রেখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মনে রাখবেন, এই আবেদনের পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে ০৬ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।
তথ্য | লিংক |
---|---|
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুন | Download PDF |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |