Saturday, July 12, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Online EWS Certificate: এখন...

Online EWS Certificate: পশ্চিমবঙ্গ সরকার এবার সাধারণ শ্রেণির (General Category) প্রার্থীদের জন্য EWS...

Panchayat Secretary 2025: কীভাবে...

Panchayat Secretary 2025: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর ‘সচিব জি’ চরিত্রটি শুধু গল্প নয়,...

RRB NTPC Exam Date...

RRB NTPC Exam Date 2025:পশ্চিমবঙ্গসহ গোটা দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার...

WB Govt Scholarship 2025:...

WB Govt Scholarship 2025: বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের অনেক স্কলারশিপ প্রোগ্রাম চলছে...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Recommended for You

Online EWS Certificate: এখন ঘরে বসেই আবেদন করুন EWS সার্টিফিকেটের জন্য!

Online EWS Certificate: পশ্চিমবঙ্গ সরকার এবার সাধারণ শ্রেণির (General Category) প্রার্থীদের জন্য EWS (Economically Weaker Section) সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে...
Homeচাকরি খবরRecruitment of Naval Civilian Staff 2025: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ

Recruitment of Naval Civilian Staff 2025: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান নিয়োগ

Recruitment of Naval Civilian Staff 2025: সাধারণত “নেভি” শব্দটা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বিশাল যুদ্ধজাহাজ, সমুদ্রপথে অভিযান, আর দেশের প্রতিরক্ষার দৃঢ় এক চিত্র। তবে এই বাহিনির একটা বড় অংশ আছে যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে না থাকলেও নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁরা হলেন নৌবাহিনির সিভিলিয়ান স্টাফ (Civilian Staff) – যাঁরা মূলত প্রযুক্তিগত (Technical), প্রশাসনিক (Administrative) এবং অফিস সংক্রান্ত নানা কাজ সামলান। এইবার ২০২৫ সালে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ১১০০-রও বেশি সিভিলিয়ান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা দেশের অসংখ্য তরুণ-তরুণীর জন্য এক দারুণ সুযোগ হতে চলেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Recruitment of Naval Civilian Staff 2025

Indian Navy Recruitment of Naval Civilian Staff 2025-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ৫ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত। অনেকেই জানতে চান, আবেদনের জন্য কত টাকা লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, বা কী যোগ্যতা লাগবে? আপনার সুবিধার জন্য সব তথ্য এক নজরে সহজভাবে নিচের টেবিলে তুলে ধরা হলো

বিষয়েতথ্য
সংস্থাভারতীয় নৌবাহিনী (Indian Navy)
নিয়োগ ধরণGroup B, Group C পদ
মোট শূন্যপদ১১০০+
আবেদন শুরু০৫ জুলাই ২০২৫
আবেদন শেষ (Last Date)১৮ জুলাই ২০২৫
আবেদন ফি (Application Fees)সাধারণ / OBC / EWS – ₹২৯৫/-SC / ST / প্রাক্তন সৈনিক / মহিলা – ₹০/- (ফ্রি)
অফিসিয়াল ওয়েবসাইটjoinindiannavy.gov.in (আবেদন পোর্টাল আলাদা – লিংক নিচে দেওয়া রয়েছে)
আবেদন মাধ্যমঅনলাইন
পরীক্ষালিখিত পরীক্ষা + ট্রেড টেস্ট (যদি প্রযোজ্য হয়)
ন্যূনতম যোগ্যতা (Eligibility)মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / ডিপ্লোমা / ডিগ্রি (পদ অনুযায়ী ভিন্ন)

পদের তালিকা ও যোগ্যতা

INDIAN NAVY CIVILIAN ENTRANCE TEST – INCET-01/2025 – এই নিয়োগে রয়েছে ফায়ারম্যান (Fireman), ফার্মাসিস্ট (Pharmacist), ড্রাফ্টসম্যান (Draughtsman), ট্রেডসম্যান মেট (Tradesman Mate), মোটর ড্রাইভার, এমটিএস – অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ (MTS), নার্স (Staff Nurse) সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ।

পদের নামশূন্যপদযোগ্যতা
Chargeman227বি.এসসি / ডিপ্লোমা
Fireman90উচ্চমাধ্যমিক + ফায়ার ফাইটিং কোর্স
Fire Engine Driver14উচ্চমাধ্যমিক + HMV লাইসেন্স
Tradesman Mate207মাধ্যমিক + ITI
Pest Control Worker53মাধ্যমিক + স্থানীয় ভাষার জ্ঞান
Storekeeper176উচ্চমাধ্যমিক + ১ বছরের অভিজ্ঞতা
Civilian Motor Driver117মাধ্যমিক + HMV/LMV ড্রাইভিং লাইসেন্স
Pharmacist06উচ্চমাধ্যমিক + ফার্মাসি ডিপ্লোমা
Cameraman01প্রিন্টিং ডিপ্লোমা + ৫ বছরের অভিজ্ঞতা
Assistant Artist Retoucher02কমার্শিয়াল আর্ট/লিথোগ্রাফি সার্টিফিকেট
Draughtsman (Construction)02ITI + AutoCAD
Bhandari01মাধ্যমিক + রান্নার অভিজ্ঞতা
Lady Health Visitor01মাধ্যমিক + ANM কোর্স
Store Superintendent (Armament)08পদার্থ / রসায়ন / গণিত ডিগ্রি
Staff Nurse01নার্সিং প্রশিক্ষণসহ মাধ্যমিক
MTS (Menestrial)09মাধ্যমিক + ITI
MTS (General)185মাধ্যমিক পাস

বয়স সীমা (১৮ জুলাই ২০২৫ অনুযায়ী)

পদের নামবয়স সীমা
স্টাফ নার্স, লেডি হেলথ ভিজিটর১৮ – ৪৫ বছর
ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফার্মাসিস্ট১৮ – ২৭ বছর
চার্জম্যান, ক্যামেরাম্যান১৮ – ৩০ বছর
অন্যান্য পদ১৮ – ২৫ বছর

কীভাবে আবেদন করবেন?

  • আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। কোনো রকম অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়।
  • আগ্রহী প্রার্থীরা নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই আবেদন করতে পারবেন, সাইবার ক্যাফের দরকার নেই।

স্টেপ গাইড:

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান 👉 joinindiannavy.gov.in
  2. সেখান থেকে ‘Civilian’ সেকশনে যান → এরপর ক্লিক করুন INCET-01/2025 লিঙ্কে।
  3. এবার Indian Navy Civilian Recruitment 2025 লিঙ্কে ক্লিক করলে,
    • অফিসিয়াল নোটিফিকেশন
    • সরাসরি আবেদন করার লিঙ্ক—দুটোই পেয়ে যাবেন।
  4. নিজের নাম, জন্মতারিখ, যোগ্যতা, ঠিকানা ইত্যাদি ভালো করে দিয়ে ফর্মটি পূরণ করুন।
  5. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন (ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট ইত্যাদি)।
  6. ফি দিতে হবে অনলাইনে (যদি প্রযোজ্য হয়)।
  7. ফর্ম সাবমিট করার পর একটি প্রিন্ট কপি অবশ্যই রেখে দিন, ভবিষ্যতের জন্য কাজে আসবে।
বিবরণলিঙ্ক
অফিসিয়াল সরাসরি আবেদন লিঙ্ক (Apply Link)incet.cbt-exam.in (চলবে ৫ জুলাই – ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত)
অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF)Advertisement of INCET – 01/2025↓ Download PDF

বিঃদ্রঃ ভারতীয় নৌবাহিনিতে সিভিলিয়ান পদে যোগ দেওয়া একটি সম্মানজনক সুযোগ। আবেদন প্রক্রিয়া একেবারে সহজ এবং পুরোপুরি অনলাইনে। পরবর্তী এডমিট কার্ড ও পরীক্ষা সমস্ত তথ্য আমরা আপডেট দিয়ে দেবো – আমাদের সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে যুক্ত থাকবেন!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp

আরও পড়ুন