সাত মাস পর ওয়ানডেতে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও হিটম্যান রোহিত শর্মা তার মানসিক দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দেখালেন অ্যাডিলেডে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৭৩ রান করে রোহিত প্রমাণ করলেন, তিনি এখনও ভাঙা-নজরে পড়া ধারণাকে ভুল প্রমাণ করতে সক্ষম। যদিও শতরান অধরা থাকলেও সিডনিতে এসে সহকর্মী বিরাট কোহলির সঙ্গেই তিনি মাঠে পাথর ভাঙার মতো পারফরম্যান্স দেখালেন। শেষ ওয়ানডেতে ভারতকে জিতিয়ে রোহিত আবেগঘন হয়ে ওঠেন এবং ম্যাচের পর মুখ খুলে বড় এক বার্তা দেন—যার মধ্য দিয়ে তিনি জানান, তিনি এখনও প্রতিযোগিতার আগ্রহ ও লক্ষ্য থেকে দূরে যাননি (Rohit Sharma Emotional Statement)।
ম্যাচ শেষে আবেগঘন হিটম্যান (Rohit Sharma Emotional Statement)
অ্যাডিলেডে ট্রেলার দেখিয়েছিলেন রোহিত শর্মা, আর হারের ম্যাচে ৯৭ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসই ছিল ভারতীয় দলের সর্বোচ্চ রান। এবারও একই রকম পারফরম্যান্সের পরিচয় দিলেন হিটম্যান। বন্ধু বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার ১২৫ বলের মোকাবিলায় ১৩টি চার এবং ৩টি ছয় সহযোগে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। এই ইনিংসের মাধ্যমে তিনি একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের সম্মানও অর্জন করেন।
ম্যাচ শেষের পর ক্যামেরার সামনে আবেগপ্রবণ হয়ে রোহিত বলেন, “এখানে খেলতে সবসময়ই খুব ভাল লাগে। এসব মুহূর্তে ২০০৮ সালের স্মৃতি মনে পড়ে যায়। যতই প্রশংসা পাই না কেন, এখনও ক্রিকেট উপভোগ করি। পার্থে বহুদিন পর নতুন করে শুরু করেছিলাম।” তিনি আরও বলেন, “আমি জানি না আবার অস্ট্রেলিয়ায় খেলতে আসতে পারবো কিনা, কিন্তু যতদিন এখানে খেলেছি, সবসময় মজার ছিল।” নিজের বক্তব্যের শেষমেষ তিনি অস্ট্রেলিয়াকে ধন্যবাদও জানান।
উল্লেখ্য, সিডনিতে নিজের ওয়ানডে কেরিয়ারের 33 তম সেঞ্চুরি করে একাধিক রেকর্ড গড়েছেন রোহিত। না বললেই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করা ভারতীয় প্লেয়ারদের মধ্যে দ্বিতীয় হয়েছেন রোহিত। সেই সাথে এক সেঞ্চুরির দৌলতেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হয়েছেন তিনি। বর্তমানে তাঁর আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা 50টি।
সব খবর


