সোশ্যাল মিডিয়ায় চলা জল্পনার মাঝেই অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। রোহিত শর্মা যে KKR-এ যাচ্ছেন না, তা কার্যত নিশ্চিত করে দিয়েছে তারা (Rohit Sharma KKR)। গত কয়েকদিন ধরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল খবর, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছেড়ে অভিষেক নায়ারের কোচিংয়ে এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন হিটম্যান। কিন্তু MI কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিতের সঙ্গে তাদের সম্পর্ক অটুট এবং আসন্ন মরসুমেও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকবেন। ফলে আপাতত রোহিতের KKR-এ যোগদানের জল্পনায় জল ঢেলে দিল মুম্বই ইন্ডিয়ান্স।
MI তে থাকবেন তো রোহিত?
রোহিত শর্মা আর মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক যেন ধীরে ধীরে এক অনিশ্চিত মোড় নিচ্ছে। দীর্ঘদিন ধরে দলের হয়ে নেতৃত্ব দেওয়া এই হিটম্যানের হাত ধরেই পাঁচটি IPL ট্রফি ঘরে তুলেছে MI। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্ব হারানো এবং দলের সিদ্ধান্তে তাঁর মতামল গুরুত্ব না পাওয়া নিয়ে জলঘোলা কম হয়নি (Rohit Sharma KKR)। অনেকেই বলছেন, আগের মতো আর সম্মান পাচ্ছেন না রোহিত, যা তাঁর ভক্তদেরও হতাশ করেছে। ফলে স্বাভাবিকভাবেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, তিনি কি সত্যিই মুম্বই ছেড়ে নতুন কোনও দলে যোগ দিতে পারেন? যদিও মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত এমন কোনও পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।
2024 সালে আচমকা রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে MI ম্যানেজমেন্ট। আর তারপর থেকেই ক্ষুব্ধ রোহিতের ভক্তবৃন্দ। এরই মাঝে সম্প্রতি শোনা গিয়েছিল, KKR এ আসতে পারেন রোহিত শর্মা। যদিও সেই জল্পনায় সায় দিলো না মুম্বই ইন্ডিয়ান্স। আজ দলটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘সূর্য যে আগামীকাল উদয় হবে এটা নিশ্চিত, কিন্তু কলকাতা নাইট রাইডার্স… এটা মুশকিলই নয়, অসম্ভব!’ তবে আসন্ন সিজনে মুম্বই দলে রোহিতের থাকাটা হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি MI ম্যানেজমেন্ট।
দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নেমে নিজের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন রোহিত শর্মা (Rohit Sharma KKR)। প্রথম ম্যাচে ব্যাটে রান না পেলেও, পরের দুটি ম্যাচে একেবারে অন্য রূপে দেখা গেল হিটম্যানকে। দ্বিতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি এবং শেষ ম্যাচে 125 বলে 121 রানের অসাধারণ ইনিংস খেলে তিনি যেন মনে করিয়ে দিলেন কেন তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলা হয়। তাঁর এই পারফরম্যান্সে স্পষ্ট, বিরতি তাঁকে আরও ক্ষুধার্ত এবং ফোকাসড করেছে।
সব খবর
🔴 JKNEWS24– প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত খবর জানতে ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট এক ক্লিকে আপনার মোবাইলে!


