ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে কি রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা বাদ পড়তে পারেন? এমনটাই আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের এক বড় অংশ! সম্প্রতি, মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে BCCI। সূত্রের খবর, খুব শীঘ্রই পুরুষদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও ঘোষণা করা হবে।
সব খবর
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই চুক্তিপত্রেই বড়সড় পরিবর্তন আনতে পারে BCCI। মনে করা হচ্ছে, ব্যাট হাতে অনবদ্য পারফরমেন্স ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ের অন্যতম অংশীদার হওয়ার কারণে, কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফের নাম উঠতে পারে শ্রেয়স আইয়ারের। একইভাবে, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানকেও ফেরাতে পারে ভারতীয় ক্রিকেট। এমন আবহে, বড়সড় ধাক্কা খেতে পারেন রোহিত-বিরাটরা।
BCCI ক্ষতির মুখে 3 মহাতারকা?
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নতুন কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়স আইয়ারের নাম থাকতে পারে। তবে বড়সড় ধাক্কার মুখে পড়তে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা! সূত্রের খবর, বর্তমানে এই তিন তারকা BCCI-এর কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে রয়েছেন। কিন্তু নতুন তালিকা প্রকাশিত হলে, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
সব খবর
অনেকেই মনে করছেন, বোর্ডের নিয়ম অনুযায়ী যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা মূলত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন, তাই তিন ফরম্যাটে ধারাবাহিকভাবে না খেলায় তাদের A+ ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হতে পারে। তবে, বোর্ডের একাংশ চান এই তিন ক্রিকেটারই A+ বিভাগে থাকুক। সূত্রের খবর, BCCI কর্মকর্তাদের বড় একটি অংশ এখনো তাদের সমর্থন করছেন, যদিও কিছু মতপার্থক্য রয়েছে। এখন দেখার বিষয়, পুরুষদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে সত্যিই কোনো পরিবর্তন আসে কি না এবং এই তিন তারকার ভবিষ্যৎ কী হয়!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |