Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...
Homeচাকরি খবরআরপিএফ রেল কনস্টেবল পদে আবেদন কিভাবে করবেন?

আরপিএফ রেল কনস্টেবল পদে আবেদন কিভাবে করবেন?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

রেলের উর্দিতে বিভিন্ন স্টেশন ও জংশনে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখেন রেল পুলিশ কনস্টেবল (RPF Constable Eligibility)। তবে রেলওয়েতে পুলিশ পদে নিয়োগের প্রক্রিয়া অনেকেরই অজানা। তাই আজকে আমরা রেল পুলিশ কনস্টেবল নিয়োগ, বেতন, পরীক্ষার ধরন, বয়সসীমা এবং যোগ্যতার শর্তসহ সব বিস্তারিত আলোচনা করব। সাম্প্রতিক সময়ে যোগ্যতা ও অন্যান্য মাপকাঠিতে কিছু পরিবর্তন এসেছে, যেগুলোরও আপডেটেড তথ্য এখানে দেওয়া হচ্ছে।

আরপিএফ (RPF) কি? রেলওয়ে প্রোটেকশন ফোর্স

আরপিএফের (RPF) পুরো নাম হল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RAILWAY PROTECTION FORCE)। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট নতুন দায়িত্বে থাকা স্টাফ সিলেকশন কমিশন (SSC) এই পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সাধারণ পুলিশ ডিপার্টমেন্টের মতো এখানেও গ্রাউন্ড ডিউটি কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইত্যাদি পদ থাকে।

মাধ্যমিক পাসের যোগ্যতাতে একদম এন্ট্রি লেভেলে কনস্টেবল পদে যোগদান করা যায়, আর আমরা সাধারণভাবে রেল পুলিশ বলতে যাদের দেখি ডিউটিরত তারা এই কনস্টেবল – তাই আজকের মূল বিষয়বস্তুটা আমরা কনস্টেবল হিসাবেই আলোচনা করছি।

নিয়োগের পদRailway Protection Force (RPF Constable)
আবেদনকারীর বয়স18 থেকে 23 বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে
প্রার্থীর বেতন২৯ হাজার ৯০২ টাকা থেকে ৩৩ হাজার ২৭০ টাকা
অফিসিয়াল পোর্টালrpf.indianrailways.gov.in/RPF

Latest Eligibility Criteria for RPF Constable 2026: আরপিএফ কনস্টেবল যোগ্যতা

বয়স সীমা: রেল পুলিশ কনস্টেবল পদের জন্য সাধারণ (জেনারেল) প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অনগ্রসর শ্রেণীর (OBC) প্রার্থীদের জন্য সর্বোচ্চ তিন বছরের ছাড় এবং তফসিলি জাতি ও উপজাতির (SC/ST) প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের বয়স ছাড় রয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) পরীক্ষায় পাশ করতে হবে।

শারীরিক যোগ্যতা মাপকাঠি (Physical Requirments)

প্রার্থীর শারীরিক যোগ্যতা সংক্রান্ত শর্তসমূহ:

  • উভয় চোখে দৃষ্টি শক্তি ভালো থাকতে হবে। চোখের ভিশন 6/6 হওয়া উচিত এবং সঠিকভাবে রং চেনার ক্ষমতা থাকা বিশেষ জরুরি।
  • বর্ণান্ধতা (কালার ব্লাইন্ডনেস) থাকলে আবেদনযোগ্য নয়।
  • চশমা ব্যবহারকারীরা এই পদে আবেদন করতে পারবেন না।
  • কানের শোনার ক্ষমতা ভালো হতে হবে।
  • শরীরের উচ্চতা অনুযায়ী ওজন এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকতে হবে।

পুরুষ প্রার্থীদের জন্য (Male Candidates)

শ্রেণি (Category)ন্যূনতম উচ্চতা (Height)বুকের ছাতি (Chest – Unexpanded/Expanded)
General (UR)170 সেমি80 সেমি (Unexpanded) / 85 সেমি (Expanded)
SC / ST162.5 সেমি76 সেমি (Unexpanded) / 81 সেমি (Expanded)

মহিলা প্রার্থীদের জন্য (Female Candidates)

শ্রেণি (Category)ন্যূনতম উচ্চতা (Height)বুকের ছাতি (Chest)
General (UR)157 সেমিপ্রযোজ্য নয় (Not Required)
SC / ST150 সেমিপ্রযোজ্য নয় (Not Required)

RPF Constable Recruitment Process: কনস্টেবল পদে নিয়োগের পদ্ধতি

প্রথমে প্রার্থীদের আরপিএফ কনস্টেবল পদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন (https://www.rrbapply.gov.in/) সম্পূর্ণ করতে হবে। আগের মতো সম্পূর্ণ পরীক্ষার ব্যবস্থাপনা রেল রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) মাধ্যমে হলেও এবার থেকে এই পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন (SSC) কর্তৃক অনুষ্ঠিত হবে।

নির্দিষ্ট তারিখে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট (CBT) দিতে বলা হবে। CBT-তে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে শারীরিক পরীক্ষার জন্য, যেখানে প্রার্থীর উচ্চতা, ওজন ও সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর অনুষ্ঠিত হবে শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Efficiency Test) যেখানে লং জাম্প, হাই জাম্প সহ অন্যান্য শারীরিক ফিটনেস কার্যক্রমে প্রার্থীর সক্ষমতা যাচাই করা হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা

এই সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে এডমিট কার্ড বা জন্মগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের রেজাল্ট, জাতিগত শংসাপত্র এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট জমা দিতে হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে প্রার্থীদের শারীরিক পরীক্ষা (মেডিকেল চেকআপ) নেওয়া হবে। এই ধাপ সম্পন্ন হলে প্রার্থীদের নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

ট্রেনিং এবং জয়েনিং

ফাইনাল নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্ট্রাইপেন্ড হিসেবে ২১ হাজার ৭০০ টাকা মাসিক হিসেবে পাবেন, পরবর্তীতে নিয়োগ সম্পন্ন হলে সরকারি নির্ধারিত নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ৩৫০০০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। তার সঙ্গে বীমা, অন্যান্য ভাতা এবং টেলিফোন বিল সুযোগ সুবিধা রয়েছে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -