RRB NTPC Exam Date 2025:পশ্চিমবঙ্গসহ গোটা দেশের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান! অনেক দিন ধরেই সকলে অপেক্ষায় ছিলেন RRB NTPC (Non-Technical Popular Categories – Undergraduate) পরীক্ষার নির্দিষ্ট তারিখের জন্য। ২০২৪ সালে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখন থেকেই প্রার্থীরা জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার ফল মিলল—রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ২০২৫ সালের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে।
Table of Contents
RRB NTPC Exam Date 2025 : রেলের UG পরীক্ষা সূচি প্রকাশ
সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর – CEN 06/2024 অনুযায়ী, এই পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৭ই আগস্ট থেকে এবং চলবে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে একাধিক শিফটে CBT (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা) অনুষ্ঠিত হবে।
পর্যায় | পরীক্ষার ধরন | তারিখ |
---|---|---|
CBT 1 | কম্পিউটার ভিত্তিক প্রথম লিখিত পরীক্ষা (First Written Test – CBT 1) | ৭ আগস্ট – ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
CBT 2 | দ্বিতীয় লিখিত পরীক্ষা (Second Stage CBT) | CBT 1-এ উত্তীর্ণদের জন্য |
Typing Test/Skill Test | যাদের পদের জন্য প্রযোজ্য | CBT 2-র পরে |
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা | চূড়ান্ত পর্যায় | Typing Test-এর পরে |
পরীক্ষার দিনে কী কী নিয়ম মেনে চলতে হবে?
পরীক্ষার দিনে অবশ্যই সঙ্গে রাখতে হবে: একটি প্রিন্ট করা এডমিট কার্ড (Admit Card), একটি আসল পরিচয়পত্র (Original ID Proof) – যেমন: আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।
পরীক্ষার কেন্দ্র ও তারিখ জানা যাবে পরীক্ষার ১০ দিন আগে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে। এডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করা যাবে পরীক্ষার ৪ দিন আগে থেকে। পরীক্ষার হলে অবশ্যই কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে। সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে, তাই অবশ্যই অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখতে হবে। যারা এখনো আধার কার্ড অথেন্টিকেশন সম্পূর্ণ করেননি, তাঁরা www.rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে তা আপডেট করে নিতে পারেন।
বিষয় | লিংক |
---|---|
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.rrbapply.gov.in |
অফিসিয়াল নোটিশ (CEN 06/2024) | Download PDF |
RRB NTPC (UG) Exam 2025 পরীক্ষাটি লক্ষাধিক প্রার্থী অংশ নেন। নিয়ম মেনে প্রস্তুতি নিন এবং সরকারি চাকরির দৌড়ে নিজেকে এগিয়ে রাখুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |