রাজ্যের বিভিন্ন প্রান্তে আর্থিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য ইতিমধ্যে বহু স্কলারশিপ ও স্কিম চালু করেছে রাজ্য সরকার, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে ও ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছতে পারে। এবার পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য শুরু করেছে সহানুভূতি স্কলারশিপ (Sahanubhuti Scholarship 2025-26)। কীভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন, দেখে নিন বিস্তারিতভাবে।
সহানুভূতি স্কলারশিপ ২০২৫-২৬: কারা আবেদন করতে পারবেন
বিকাশ ভবনের তরফ থেকে দেওয়া এই স্কলারশিপটি শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য। আবেদনকারীর অবশ্যই সরকারি স্বীকৃত বিশেষ সক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে। এই স্কলারশিপের আওতায় দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি-সংক্রান্ত প্রতিবন্ধী ও মানসিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, যদি তাঁদের প্রতিবন্ধকতার হার ৪০% বা তার বেশি হয়। নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ স্তর পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য যোগ্য। এছাড়া, আবেদনকারীর পারিবারিক আয় বছরে ২ লক্ষ টাকার নিচে হতে হবে এবং আগের পরীক্ষায় অন্তত ৫০% নম্বর পেতে হবে।
কত টাকা স্কলারশিপ পাবেন
এই স্কলারশিপের আওতায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা প্রতিবছর ₹12,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ তাঁদের পড়াশোনার খরচ, বই, পোশাক বা অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যবহার করা যাবে।
সহানুভূতি স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের সময় প্রার্থীদের নিচের নথিগুলি জমা দিতে হবে —
সব খবর
- আধার কার্ড বা জাতীয় পরিচয়পত্র
- বিগত পরীক্ষার মার্কশিট
- পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- প্রতিবন্ধী সার্টিফিকেট বা বিশেষ সক্ষমতার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
সহানুভূতি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া
এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে।
- প্রথমে অফিসিয়াল সূত্র থেকে Sahanubhuti Scholarship Application Form ডাউনলোড করে প্রিন্ট করুন।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
- সংশ্লিষ্ট জেলার জনশিক্ষা প্রসার আধিকারিকের দফতরে জমা দিন।
- ইচ্ছুক হলে নিকটবর্তী BDO অফিসে যোগাযোগ করেও জমা দেওয়া যেতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ ও ফর্মের লিংক
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| আবেদনের শেষ তারিখ | ২৮ শে নভেম্বর, ২০২৫ |
| সহানুভূতি স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করুন | ⇓ Download Form |
| গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://meels.wb.gov.in/ |
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


