Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...
Homeচাকরি খবরSBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে ৫ হাজারেরও বেশি ক্লার্ক নিয়োগ!

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে ৫ হাজারেরও বেশি ক্লার্ক নিয়োগ!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

SBI Clerk Recruitment: যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরিশ্রম করছেন, তাদের জন্য সুখবর! দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবার ৫ হাজারেরও বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদন করতে চান, তবে জানতে হবে কী কী যোগ্যতা দরকার এবং আবেদন করার সঠিক পদ্ধতি কী— সবকিছু বিস্তারিতভাবে জানার জন্য নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি একবার পড়ে নিন।

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জুনিয়র অ্যাসোসিয়েট (ক্লারিকাল ক্যাডার) [Customer Support & Sales] পদে একাধিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫,১৮০টি শূন্য পদে ক্লার্ক নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষায় দক্ষতার ভিত্তিতে ২৭০টি শূন্য পদ রাখা হয়েছে।

বিষয়বিস্তারিত
পদের নামJUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)
নিয়োগকারী সংস্থাState Bank of India
মোট শূন্য পদ৫,১৮০ টি
যোগ্যতাগ্রাজুয়েশন পাস
আবেদনের শেষ তারিখ২৬ শে আগস্ট, ২০২৫

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD) থাকলে পাসের তারিখও ৩১ ডিসেম্বর ২০২৫ বা তার আগে হতে হবে।

যারা এখনো শেষ বর্ষ/সেমিস্টারে আছেন, তারাও আবেদন করতে পারবেন, তবে নির্বাচিত হলে ওই তারিখের মধ্যে স্নাতক পাসের প্রমাণ দেখাতে হবে। মার্কশিট বা সার্টিফিকেটে উল্লেখিত তারিখকেই পাসের তারিখ ধরা হবে, আর অনলাইনে রেজাল্ট প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ের প্রমাণপত্র লাগবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বয়স (Age)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, SBI Clerk পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। বয়স গণনা হবে ০১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী। তবে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম মোতাবেক বয়সের ছাড় দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি (SBI Clerk Application Process)

যারা SBI ক্লার্ক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য, তারা সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট **www.sbi.co.in/web/careers**-এ ভিজিট করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে আপনার আবেদন সম্পূর্ণ করুন

আবেদন ফি (Fees)

স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য জেনারেল, OBC ও EWS প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। SC, ST, PwBD, XS ও DXS প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবেনা

নিয়োগ পদ্ধতি (SBI Clerk Recruitment Process)

স্টেট ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর মেইনস পরীক্ষা। এই দুটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে, প্রার্থীদের স্থানীয় ভাষায় আরও একটি পরীক্ষা দিতে হবে। মেধা তালিকা তৈরি করা হবে শুধুমাত্র মেইন পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে; প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বিবেচনায় আনা হবে না। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫% নম্বর ছাড়ও থাকবে।

মেধা তালিকা রাজ্য ও শ্রেণিভিত্তিকভাবে তৈরি হবে এবং ৫০% শূন্যপদের সমান অপেক্ষমান তালিকা এক বছরের জন্য রাখা হবে। চূড়ান্ত নিয়োগের আগে যোগ্যতার যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক

বেতন (Salary)

নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন হবে ২৬,৭৩০ টাকা। এক্ষেত্রে মুম্বাই এর মতো বড় মেট্রোপলিটন শহরে নির্বাচিত প্রার্থীদের শুরুতে বেতন হবে প্রায় ৪৬ হাজার টাকা প্রতি মাসে

অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ৬ই আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে গিয়েছে। ‌ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৬ শে আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত।

আবেদন শুরু০৬.০৮.2025
আবেদন শেষ২৬.০৮.2025
অনলাইন আবেদন লিংকApply Now
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Pdf

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -