SBI Recruitment 2025: স্টেট ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ!বিভিন্ন সরকারি ব্যাংকের বিশেষত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রতিবছর বিপুল পরিমাণ চাকরিপ্রার্থী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের জন্যই এবারে আবারো দুর্দান্ত একটি সুখবর নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বছরে ইতিমধ্যেই স্টেট ব্যাংকের PO পদে কর্মী নিয়োগের আবেদন গ্রহণ হয়ে গিয়েছে। তার ঠিক পরেই আবারো অন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করল SBI। এক্ষেত্রে ব্যাংকের তিনটি বিভিন্ন পদমর্যাদা অনুসারে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
- পদের নাম- ব্যাংক জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ম্যানেজার।
- মোট শূন্য পদের সংখ্যা- ৩৩ টি।
- মাসিক বেতন- পদের বিভাজন অনুসারে নিযুক্ত কর্মীদের যথাযথ বেতন দেওয়া। এইক্ষেত্রে সর্বাধিক এক মাসে এক কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন নিযুক্ত কর্মীরা।
SBI Recruitment 2025
নিয়োগ পদ্ধতি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এইবার উচ্চপদস্থ কর্মচারী নিয়োগে দারুণ এক সুযোগ এনে দেওয়া হয়েছে। IS অডিট বিভাগে তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হবে, যা মূলত হবে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে। যেমন কিছু পদে পাঁচ বছরের জন্য আবার কিছু পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে ডেপুটি ম্যানেজার পদে নিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ীভাবে নিয়োগের সুযোগ থাকছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না, পাশাপাশি প্রাসঙ্গিক অভিজ্ঞতাও থাকতে হবে চাকরিপ্রার্থীদের। এক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করা যাবে ঠিকই, তবে সেই সঙ্গে থাকতে হবে সরকারি বা বেসরকারি ব্যাংকিং সেক্টরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। কারণ এই নিয়োগগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পদে—যেখানে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতাও সমান জরুরি।
বয়স সীমা
উপরে যেসব পদে নিয়োগের কথা বলা হয়েছে, সেখানে আবেদন জানাতে চাইলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে। তবে শুধুমাত্র বয়সের সীমা জানা যথেষ্ট নয়—প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, সেগুলো ভালোভাবে বুঝে তবেই আবেদন করতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী, যাঁরা সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন SC, ST বা OBC, তাঁদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় মিলবে বলেই জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
যাঁরা আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য, তাঁদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে নিজের সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে, প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে অনলাইনে আবেদন মূল্য হিসাবে ৭৫০ টাকা জমা করতে হবে। উল্লেখ্য, আবেদনকারীরা ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পুরো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে দেখে নেওয়াই ভালো হবে।
◉ অফিসিয়াল ওয়েবসাইট ও আবেদনের সরাসরি লিংক | Apply For SBI → |
Candidates can click on the link provided here to download the official | LINK HERE → |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |