বাংলাদেশ ক্রিকেটে যেন এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের সূচনা হলো ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের হাত ধরে। দেশের গর্ব, একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে বিসিবির আচরণ। ডিপিএলের বিতর্কিত ঘটনার পর যেভাবে বিষয়টি সামাল দিয়েছে বোর্ড, তাতে নাকি বেশ ক্ষুব্ধ হয়েছেন শরফুদ্দৌলা। দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যম এমন দাবিই করেছে।
ঘটনার সূত্রপাত ডিপিএলে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি ঘিরে। আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ান হৃদয়। মাঠে এবং ম্যাচের পরেও আম্পায়ারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাতীয় দলের এই ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, এক ম্যাচ নিষেধাজ্ঞার পর আরও এক ম্যাচে মাঠের বাইরে থাকার কথা হৃদয়ের। কিন্তু বিসিবির আম্পায়ার্স বিভাগ টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে তার নিষেধাজ্ঞা কমিয়ে ফেলে।
আর এখানেই বাধে বিপত্তি। এই সিদ্ধান্তে আম্পায়ারদের মর্যাদা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন শরফুদ্দৌলা। নিজের সম্মান ও পেশাগত নৈতিকতার জায়গা থেকে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ আম্পায়ার।
“বিসিবির এক সূত্র জানিয়েছে, বিষয়টি এখন বোর্ডের নজরে এসেছে এবং আজকের বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও শরফুদ্দৌলা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে, তিনি নিজের সিদ্ধান্তে বেশ অনড় রয়েছেন।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |