Shramashree Prakalpa: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করলেন এক নতুন প্রকল্প—শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)। ইতিমধ্যেই এই প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পের মাধ্যমে যেসব পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবেন, তারা ভ্রমণ খরচ বাবদ এককালীন ৫,০০০ টাকা পাবেন। শুধু তাই নয়, প্রথম এক বছরের জন্য প্রতি মাসে আরও ৫,০০০ টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
সব খবর
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের তরফ থেকে Shramashree Mobile App চালু করা হয়েছে, যেখান থেকে শ্রমিকেরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। এর পাশাপাশি নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে অফলাইনেও আবেদন করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, শ্রমশ্রী প্রকল্পে (Shramashree Prakalpa 2025) কিভাবে অনলাইন আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? এর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের মোবাইল App কিভাবে ডাউনলোড করবেন, (Shramashree Mobile App Download Link) বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।
সব খবর
Shramashree Prakalpa
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে মোবাইল অ্যাপ্লিকেশন (Shramashree Prakalpa App Download) ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় কিছু নথি আপলোড করতে হবে, যা অবশ্যই 500KB-এর মধ্যে PDF ফরম্যাটে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিগুলো হলো—
১) পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
২) আধার কার্ড,
৩) ভোটার কার্ড,
৪) ব্যাঙ্কের পাশবই
শ্রমশ্রী প্রকল্পের মোবাইল অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন
শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য সবার আগে Shramashree Mobile App ডাউনলোড করতে হবে। মোবাইল থেকেই খুব সহজে এটি করা যাবে। নিচের ধাপগুলো ফলো করলেই আপনি অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন—
১) প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অফিসিয়াল পোর্টাল www.labour.wb.gov.in-এ যান। চাইলে নিচের দেওয়া লিংকেও ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
২) সেখানে গিয়ে Shramashree Mobile App অপশনের পাশে থাকা Click To Download বোতামে ক্লিক করুন।
৩) কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
৪) ডাউনলোড সম্পন্ন হলে অ্যাপটি ইনস্টল করুন এবং ওপেন করার সময় অবশ্যই মোবাইলের Location (লোকেশন) অন করে রাখবেন।
শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন
১) প্রথমে Shramashree Application ডাউনলোড করে ওপেন করুন। চাইলে নিচের লিংকে ক্লিক করে সরাসরি Shramashree App লিংক পেয়ে যাবেন।
২) এবার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) রেজিস্ট্রেশনের সময় আপনার নাম ও বাবা/স্বামীর নাম সঠিকভাবে লিখে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪) এরপর মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।
৫) লগইন করার পর সমস্ত তথ্য ঠিকভাবে পূরণ করুন এবং সর্বশেষ ধাপে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করুন।
৬) ভ্রমণ ভাতা, পুনর্বাসন ভাতা ইত্যাদি সুবিধা নিতে চাইলে সেই বক্সে টিক দিয়ে সাবমিট করুন।
৭) আবেদন সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে আপনি একটি Application Number/Claim Application Number পেয়ে যাবেন।
৮) ভবিষ্যতে আপনার আবেদন কতদূর এগিয়েছে তা জানতে চাইলে লগইন করে Status Check এ ক্লিক করে সহজেই Shramashree Prakalpa Status Check করতে পারবেন।
Shramashree Prakalpa Mobile App Download Link:- Download
West Bengal Labour Department Website Link:- Apply Now
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |