Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...
Homeবিনোদন খবরShreya Ghoshal: শ্রেয়া ঘোষাল প্লেনে কার জন্য গাইলেন লোরি?

Shreya Ghoshal: শ্রেয়া ঘোষাল প্লেনে কার জন্য গাইলেন লোরি?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

Shreya Ghoshal: শ্রেয়া ঘোষাল শুধুমাত্র অসাধারণ গায়িকা নন, তিনি গোটা বাঙালির গর্ব। তার মিষ্টি স্বভাব এবং নম্র ব্যবহারের জন্য তিনি সবসময় সকলের ভালোবাসার পাত্র। সহকর্মী হোন বা সাধারণ মানুষ—শ্রেয়া হাসিমুখে কথা বলেন সবার সঙ্গে। সম্প্রতি এক বিশেষ মুহূর্ত ধরা পড়েছে, যেখানে প্লেনের মধ্যে ঘুম পাড়ানি গান গেয়ে শ্রেয়া কারও ঘুমের ব্যবস্থা করে দিলেন! কিন্তু কাকে শোনালেন এই গান?

শ্রেয়া ঘোষালের সুরের জাদু যে শুধু মানুষের মন ছুঁয়ে যায় তা নয়, এবার এক ছোট্ট সারমেয়ও মুগ্ধ হয়ে পড়ল তার কণ্ঠে! সম্প্রতি প্লেনে করে নিজের গন্তব্যের দিকে যাচ্ছিলেন শ্রেয়া। সেখানেই তার আলাপ হয় এক বিশেষ অতিথির সঙ্গে—এক ছোট্ট, আদুরে সারমেয়! তার মিষ্টি চোখ আর খুশি খুশি ভাব দেখে মন ভরে যায় গায়িকার। ভালোবেসে কোলে তুলে নিতেই গায়িকার মনে আসে গান। আর কী আশ্চর্য! শ্রেয়ার মায়াবী কণ্ঠে সুর ভাসতেই যেন এক অন্যরকম শান্তি নেমে আসে। সারমেয়টিও ধীরে ধীরে ঢুলে পড়ে, ঠিক যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে।

শ্রেয়ার গলায়, ‘সফট পাপ্পি, লিটল পাপ্পি, হ্যাপি পাপ্পি, স্লিপি পাপ্পি’ গান শুনতে শুনতে এবং গায়িকার আদর খেতে খেতে একেবারে ঘুমের দেশে চলে যায় ছোট্ট কুকুরছানাটি। পুরোপুরি অপরিচিত হলেও একেবারে শান্ত বাচ্চার মতো শ্রেয়ার আদর খায় সে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শ্রেয়ার মিষ্টি স্বভাবের আরও একবার প্রশংসা করছেন ভক্তরা। এত মিষ্টি একটা ভিডিয়ো দেখে তারা বেশ আপ্লুত। কেউ কেউ আবার ফ্লাইটের নামও জানতে চান। অনেকেই তাদের সারমেয়কে নিয়ে শ্রেয়ার সঙ্গে যাত্রা করার ইচ্ছা প্রকাশ করেন, আর এটা দেখে শ্রেয়া একদম উচ্ছ্বসিত! সত্যি বলতে, তাঁর স্বাভাবিক মিষ্টিতা আর মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে হৃদয়গ্রাহী।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -