Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...

ধোনি, রিচা! সেনা ও...

ভারতের ক্রীড়া ইতিহাসে বিশেষ করে ক্রিকেটের ময়দানে বহু তারকা নিজেদের প্রতিভা ও নিষ্ঠা...
Homeখেলাধূলা খবরক্রিকেটShreyas Iyer Left India Team: হঠাৎ ভারতীয় দল ছেড়ে বেরিয়ে গেলেন অধিনায়ক!

Shreyas Iyer Left India Team: হঠাৎ ভারতীয় দল ছেড়ে বেরিয়ে গেলেন অধিনায়ক!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে আচমকা ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার দল ছেড়ে চলে গেছেন ((Shreyas Iyer Left India Team))। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার আগেই মুম্বই ফিরছেন। এই ঘটনায় পুরো ভারতীয় দল কিছুটা অবাক ও উদ্বিগ্ন পরিস্থিতির মুখে পড়েছে।

ঠিক কোন কারণে মুম্বই ফিরতে হল অধিনায়ককে?

মঙ্গলবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ম্যাচ শুরু হতে ঠিক এক ঘণ্টা বাকি থাকতেই হঠাৎ অধিনায়ক শ্রেয়স আইয়ার জানান, তিনি খেলতে পারবেন না এবং দল ছেড়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্যক্তিগত কারণে এই তড়িঘড়ি পদক্ষেপ নেন আইয়ার। ফলে আগামী চারদিনের ম্যাচে তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না, আর তাই তড়িঘড়ি বদলি হিসেবে ধ্রুব জুরেলকে দলে নেওয়া হয়েছে।

যদিও আইয়ার কেন এত তাড়াহুড়ো করে মুম্বই ফিরেছেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে সূত্র বলছে, এটি একটি বিশেষ এবং যথেষ্ট গুরুতর ব্যক্তিগত কারণের জন্য ঘটেছে, যার কারণে ম্যাচ ফেলে তড়িঘড়ি মুম্বই ফিরে আসতে হয়েছে ভারতীয় তারকাকে।

উল্লেখ্য, গত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা হয়নি আইয়ারের। যা খেলোয়াড়কে যথেষ্ট হতাশ করেছিল। আশা ছিল এশিয়া কাপে অন্তত তাঁকে জায়গা দেওয়া হবে। কিন্তু সময় এলে সেটাও হয়নি। তাই হতাশার পারদ আরও কিছুটা বাড়ে। এরই মাঝে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের অধিনায়ক নির্বাচন করা হয় আইয়ারকে। সামনেই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ, ভক্তরা আশা করছিলেন হয়তো সেই আসরের জন্য নিজেকে প্রমাণ করবেন তিনি! ঠিক সেই আবহে, হঠাৎ দল ছেড়ে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়াটা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে সমর্থকদের!

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -