রাঞ্জান মাহাত, কলকাতা: ফের কনসার্ট বিতর্ক বঙ্গে! বর্ষশেষে বালুরঘাটে অনুষ্ঠান করতে এসেছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর (Sachet–Parampara)। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে বাড়ি ফেরার পথে ঘটে যায় এক ভয়ঙ্কর পরিস্থিতি—গাড়ির কাঁচ ভাঙে উত্তেজিত জনতার হাতে। এই ঘটনার পর ফের বাংলায় বাইরের শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানাতে রাজ্যজুড়ে একের পর এক অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে নামি বলিউড সঙ্গীতশিল্পী এবং কখনও কখনও অভিনেতারাও উপস্থিত থাকেন। এবার বালুরঘাটের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন সকলের প্রিয় সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। দীর্ঘক্ষণ চলা অনুষ্ঠান শেষ হলেও, গাড়িতে ওঠার মুহূর্তে ঘটে চরম বিপত্তি। পছন্দের তারকাদের চোখে দেখার জন্য উত্তেজিত দর্শকরা রীতিমত গাড়ির ওপর উপচে পড়ে এবং সেই ভিড়ে ফেটে যায় গাড়ির পিছনের কাঁচ।
ভেঙে যায় গাড়ির পিছনের কাঁচ
সম্প্রতি, সামাজিক মাধ্যমে সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুরের গাড়ির কাঁচ ভাঙার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ির পিছনের সিটে বসে আছেন সচেত, আর পাশে পরম্পরা। অসংখ্য দর্শক হাত মিলানোর জন্য গাড়িকে ঘিরে রেখেছিল। কিন্তু হঠাৎ উপচে পড়া ভিড় রীতিমত গাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাড়ির গায়ে অনেকেই আঘাত করছে। আচমকাই ঝনঝন আওয়াজে ভেঙে যায় গাড়ির পিছনের কাচ। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনার সময় দুই সঙ্গীতশিল্পীই কোনোরকম আঘাত পাননি।
কলকাতায় কনসার্ট করতে এসে এমন ভয়ংকর ঘটনা ঘটবে, তা কেউই ভাবতে পারেননি। ঘটনাটি দেখে সকলে রীতিমত হতভম্ব হয়ে যান। যদিও এ দিনের ঘটনার বিষয়ে সচেত ও পরম্পরা এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে শুধু বলিউড নয়, টলিউডের নামী সংগীতশিল্পীরাও যখন কনসার্টে যান, তখনও প্রায়শই এমন ভিড় দেখা যায়। সেই পরিস্থিতিতে উদ্যোক্তাদের নিরাপত্তা ও ব্যবস্থা নেওয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।









