কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: বাংলাজুড়ে এখন জোরকদমে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এস আই আর (SIR)। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে একদিকে যেমন রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসও মাঠে নেমে পড়েছে নিজেদের প্রস্তুতি নিয়ে (SIR begins in Siliguri)। শিলিগুড়ি এবং আশেপাশের এলাকাগুলিতে এখন একের পর এক তৃণমূলের প্রস্তুতি বৈঠক হচ্ছে, যেখানে কর্মীদের শেখানো হচ্ছে কীভাবে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিচালিত করা যায়।
ভিডিও কনফারেন্সে চলছে প্রশিক্ষণ (SIR begins in Siliguri)
তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক ও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বৈঠকে দেখানো হচ্ছে কীভাবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, কীভাবে মানুষকে সচেতন করা যাবে, এবং যদি কেউ বিভ্রান্তির মধ্যে পড়ে, তাকে কীভাবে বাস্তব তথ্য জানিয়ে আশ্বস্ত করতে হবে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য— মানুষ যেন আতঙ্কিত না হয় এবং প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয়।
উপস্থিত নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ নির্দেশ
দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব। বৈঠকে অংশ নেন পাপিয়া ঘোষসহ কোর কমিটির সদস্যরা। তাঁরা কর্মীদের বোঝান, বিরোধীরা যদি এস আই আর নিয়ে ভ্রান্ত তথ্য ছড়ায়, তবে তার জবাব যুক্তি ও বাস্তব তথ্য দিয়ে দিতে হবে। পাশাপাশি, সরকারের উন্নয়নমূলক কাজগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপরও জোর দেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেন শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের সমস্ত পুরুষ ও মহিলা কর্মী। তাঁদের শেখানো হয়েছে কিভাবে ভোটারদের সঠিক পথে পরিচালিত করতে হবে, এবং কীভাবে ভুল তথ্য বা গুজব থেকে দূরে রাখতে হবে (SIR begins in Siliguri)। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, “মানুষের পাশে থেকে সত্যিটা জানানোই এখন তৃণমূলের মূল কাজ।”
সব খবর
সব মিলিয়ে, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্পষ্ট— মানুষের পাশে থাকা, বিভ্রান্তি দূর করা, এবং SIR নিয়ে আতঙ্কের পরিবর্তে সচেতনতা গড়ে তোলা। দলীয় সূত্রে খবর, এই প্রস্তুতি বৈঠকগুলো আগামী কয়েকদিন আরও বিস্তৃত পরিসরে চলবে, যাতে প্রত্যেক কর্মী কার্যকরভাবে মানুষকে সাহায্য করতে পারেন।


