জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে SIR (SIR Updates West Bengal)। তবে অনেকেই ভাবছেন, যদি কেউ কর্মসূত্রে রাজ্যের বাইরে বা অন্য শহরে থাকেন, তাহলে কি তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে? নির্বাচন কমিশন এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে—কেবলমাত্র বাইরে থাকা মানেই ভোটার তালিকা থেকে নাম মুছে যাবে না। যাঁরা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন, শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই নাম বাদ দেওয়া হতে পারে। তাই কর্মসূত্রে বাইরে থাকলেও, যদি আপনার স্থায়ী ঠিকানা আগের মতোই থাকে, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যজুড়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ার লক্ষ্য হল, ভোটার তালিকায় থাকা সব ধরনের ভুল সংশোধন করা, নতুন ভোটার সংযোজন করা এবং যাদের নাম একাধিক তালিকায় রয়েছে, তাদের একটি নাম বাদে বাকিগুলি বাতিল করা। নতুন এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।
SIR Updates West Bengal
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, বিহারে আগেই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গেও একবার এই প্রক্রিয়া চালানো হয়েছিল, তবে তখন কোনও কেন্দ্রীয় তথ্যভান্ডার ছিল না। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কাজটি সম্পন্ন হবে। নতুন প্রযুক্তির সাহায্যে একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটারের তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। ফলে যদি কোনও ব্যক্তির নাম একাধিক ভোটার তালিকায় থেকে থাকে, তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি নাম রেখে অন্য সব নাম বাতিল করে দেবে। কমিশনের আশা, এই আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে ভোটার তালিকার ভুল উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এই প্রক্রিয়ায় মূল দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার বা বিএলও। প্রতিটি বিএলও-র কাছে তাদের এলাকার ভোটারদের যাবতীয় তথ্য আগে থেকেই থাকবে। তিনি নির্দিষ্ট সময় অনুযায়ী এলাকার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। কোনও এলাকায় যাওয়ার আগে ভোটারদের আগাম খবর দেওয়া হবে। কেউ যদি প্রথমবার উপস্থিত না থাকেন, তবে চিন্তার কিছু নেই, বিএলও একবার নয়, তিন থেকে চারবার পর্যন্ত সেই এলাকায় যাবেন, যাতে কাউকে বাদ না দেওয়া হয়।
সব খবর
অনেকে ভাবছেন, কর্মসূত্রে বা শিক্ষার কারণে যারা রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ পড়বে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই (SIR Updates West Bengal)। কারণ, বিএলও-দের (BLO) কাছে ইতিমধ্যেই এমন নাগরিকদের তথ্য সংরক্ষিত আছে। যারা বাইরে থাকেন, তাঁদের বিষয়েও যথাযথভাবে নজর রাখা হবে। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই সংশ্লিষ্ট এলাকায় SIR প্রক্রিয়া কখন শুরু হবে, সেই তথ্য সবাইকে জানানো হবে, যাতে বাইরে থাকা ভোটাররাও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
নাগরিকত্ব প্রমাণের নথি নিয়েও অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ভাবছেন, ১১টি নির্দিষ্ট নথি না থাকলে ভোটার তালিকা সংশোধনে সমস্যা হতে পারে। তবে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়েছে, এ নিয়ে চিন্তার কিছু নেই। যদি ভোটারের নিজের নাম ও বাবা-মায়ের নাম সঠিকভাবে মেলে, তাহলে অতিরিক্ত কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি কোনও ক্ষেত্রে যাচাইয়ের জন্য প্রমাণ চাওয়া হয়, তাহলে নাগরিকরা ১১টি নথির মধ্যে যেকোনও একটি জমা দিলেই যথেষ্ট হবে। যদি কোনও সংশয় বা অসঙ্গতি দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ব্যক্তিগতভাবে শুনানি করে নাগরিকের বক্তব্য শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
নির্বাচন কমিশনের মতে, প্রযুক্তিনির্ভর এই নতুন প্রক্রিয়া ভোটার তালিকাকে আগের চেয়ে আরও স্বচ্ছ, সঠিক এবং নির্ভরযোগ্য করে তুলবে। এতে একাধিক জায়গায় একই নাম থাকার সমস্যার অবসান ঘটবে এবং সাধারণ ভোটারদের জন্য প্রক্রিয়াটি অনেক সহজ হবে। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই BLO-রা ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। কমিশনের বার্তা একটাই—SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে ভয় বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটি কোনও নতুন বা আতঙ্কের বিষয় নয়, বরং ভোটার তালিকা পরিশোধন ও হালনাগাদ করার একটি স্বচ্ছ ও নিয়মিত প্রক্রিয়া মাত্র।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


