South Bengal Weather Update: ঘুরে গেল আবহাওয়ার খেলা, আর মহালয়া আসতে বাকি নেই হাতে গোনা কয়েকটা দিন। আকাশে বাতাসে পুজোর আমেজ শুরু হয়ে গেছে, চলছে জমজমাট শপিং। কিন্তু সাবধান, আপনার আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি নামতে চলেছে। সারাদিন আকাশ মেঘলা থাকবে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনাও প্রবল। ফলে গরম কিছুটা কমলেও ভিজে যেতে পারে আপনার শপিং প্ল্যান। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার জেরে বাংলার দিকে ধেয়ে আসছে বৃষ্টি। তাই আজ উইকএন্ড প্ল্যান করার আগে আবহাওয়ার খবরটা অবশ্যই মাথায় রাখুন।
South Bengal Weather Update
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ শনিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে আছে আকাশ, ভ্যাপসা গরমের মাঝেও হু হু করে বইছে হাওয়া। তবে চিন্তার কিছু নেই, কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এদিন থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি নামতে পারে। তাদের বুলেটিন অনুযায়ী, শনিবার কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে গরম থেকে মিলবে খানিকটা স্বস্তি, তবে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই ভালো।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের আকাশ আবারও ভারী বৃষ্টির বার্তা দিচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামীকালের আবহাওয়া
রবিবার থেকে আরও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সব খবর


