আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

হাসপাতালেই সদ্যোজাত চুরির চেষ্টার ঘটনা, দুই মহিলা গ্রেফতার

South Dinajpur

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে সদ্যোজাত শিশুকে চুরি করার চেষ্টার অভিযোগ উঠেছে(South Dinajpur)। পুলিশ দুই মহিলাকে গ্রেফতার করেছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়েছে। হাসপাতাল থেকে শিশু চুরির এই ঘটনার পরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ধৃতদের নাম সোনালি মুর্মু ও মেনকা মার্ডি, দুজনেরই বয়স প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে।

নিরাপত্তা আরও বাড়াতে হাসপাতালে ভিজিটিং কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ নিরাপত্তারক্ষীদের কীভাবে সতর্ক থাকতে হবে, তা হাসপাতালের পক্ষেও জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাসপাতাল চত্বর পরিদর্শনে যান ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এবং বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। জানা গেছে, বুধবার রাতে পারপতিরামের এক প্রসূতির নবজাতককে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেছিল সোনালি ও মেনকা নামে দুই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই দুই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন। সেই অবস্থাতেই তারা সদ্যোজাত চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাতেনাতে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ অপহরণ ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক আগামী ১৫ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, ওই দুই মহিলা ঠিক কী কারণে হাসপাতালে গিয়ে নবজাতককে কোলে নিয়েছিল। পাশাপাশি, মদ্যপ অবস্থায় থাকা সত্ত্বেও তারা কীভাবে হাসপাতালেই প্রবেশ করতে সক্ষম হলো, তাও নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের এক রোগীর পরিজন বলেন, “হাসপাতালের মধ্যেই নিরাপত্তার অভাব। প্রসূতিদের শারীরিক অবস্থা অনেক সময় ঠিক থাকে না, তাঁরা ক্লান্ত থাকেন। কোনও মুহূর্তে ঘুমিয়ে পড়লে পাশ থেকে শিশুকে কেউ তুলে নিতে পারত। এই পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষকেই আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now