Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
Homeচাকরি খবরSSC MTS/Havaldar 2025 আবেদন: মাধ্যমিক পাশ হলে এখানেই করুন আবেদন!

SSC MTS/Havaldar 2025 আবেদন: মাধ্যমিক পাশ হলে এখানেই করুন আবেদন!

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

SSC MTS/Havaldar 2025 আবেদন: অবশেষে SSC (স্টাফ সিলেকশন কমিশন) প্রকাশ করেছে ২০২৫ সালের Multi Tasking Staff (MTS) এবং Havaldar পদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। মাধ্যমিক (১০ম) পাশ ছাত্রছাত্রীদের জন্য এটা এক দুর্দান্ত সুযোগ। কারণ এটি ভারতের কেন্দ্র সরকারের গ্রুপ-C লেভেলের একটি স্থায়ী চাকরি, যেখানে শুধু ১০ম পাশ হতেই আবেদন করা যাবে। দেশের বিভিন্ন কেন্দ্রীয় অফিসে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হয়।

কবে থেকে শুরু হচ্ছে এস এস সি এম টি এস পরীক্ষার ফর্ম ফিলাপ?

এই বছরের SSC MTS এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ জুন থেকে এবং আবেদন চলবে ২৪ জুলাই পর্যন্ত।

কিভাবে SSC MTS 2025 পরীক্ষাটি হবে

SSC MTS ২০২৫ পরীক্ষাটি সম্পূর্ণ Computer Based Test (CBT) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, পরীক্ষার্থীদের অনলাইনে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। তবে Havildar পদের জন্য আলাদা Physical Efficiency Test (PET) এবং Physical Standard Test (PST) দিতে হবে।

SSC MTS Recruitment 2025

SSC MTS Recruitment 2025: জানুন আবেদন পদ্ধতি

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

পরীক্ষাটি দুইটি সেশনে অনুষ্ঠিত হবে:

পরীক্ষা শুরু ২০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

Session-I এ থাকবে

  • গণিত (Numerical Ability)
  • যুক্তি (Reasoning Ability)

আর Session-II এ থাকবে

  • সাধারণ জ্ঞান (General Awareness)
  • ইংরেজি ভাষা (English Language & Comprehension)।
  • পরীক্ষাটি হবে বাংলা সহ ১৫টি ভাষায় ।

আবেদন মূল্য

১০০ টাকা দিতে হবে শুধু ওবিসি ও জেনারেল প্রার্থীদের কে, (ST/SC/PWDB এবং মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না)।

কারা বসতে পারবে SSC MTS/Havaldar 2025

SSC MTS পরীক্ষায় মূলত দুই পদে নিয়োগ করা হয় — Multi Tasking (Non-Technical) Staff এবং Havaldar। এই দুই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক (১০ম) পাশ লাগবে।

বয়সসীমা হলো:

  • MTS পদের জন্য ১৮ থেকে ২৫ বছর
  • আর Havaldar পদের জন্য ১৮ থেকে ২৭ বছর

এই বছর হাবিলদারের জন্য মোট ১০৭৫টি শূন্যপদ রয়েছে, যদিও এখনো MTS পদের সংখ্যা এসএসসি থেকে প্রকাশ হয়নি।

SSC Multi-Tasking Staff (MTS) 2025-এর হাবিলদার পদের জন্য প্রার্থীদের অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে। পুরুষদের জন্য উচ্চতা কমপক্ষে ১৫৭.৫ সেমি এবং বুকের মাপ ৭৬-৮১ সেমি (প্রসারিত ও স্বাভাবিক অবস্থায়) থাকতে হবে। অন্যদিকে, মহিলা প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৫২ সেমি এবং ওজন ন্যূনতম ৪৮ কেজি হতে হবে।

পাশাপাশি,পুরুষ প্রার্থীদের ৩০ মিনিটের মধ্যে ৮ কিলোমিটার সাইকেল চালানো এবং ১৫ মিনিটে ১.৬ কিলোমিটার হাঁটা শেষ করতে হবে।
এবং মহিলা প্রার্থীদের ২৫ মিনিটে ৩ কিলোমিটার সাইক্লিং এবং ২০ মিনিটে ১ কিলোমিটার হাঁটা শেষ করতে হবে।

পরীক্ষা সেন্টারঃ স্টাফ সিলেকশন কমিশনের (SSC) পক্ষ থেকে জানানো হয়েছে যে, SSC MTS 2025 পরীক্ষার সেন্টার পুরো দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আর তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার ও তাদের কোডগুলো হলো — আসানসোল (4417), বর্ধমান (4422), দূর্গাপুর (4426), কলকাতা (4410), এবং শিলিগুড়ি (4415)।

কোন পদে কত টাকা মাসিক বেতন

Multi-Tasking (Non-Technical) Staff এবং Havaldar — এই দুই পদেই বেতন দেওয়া হবে Pay Level-1 অনুযায়ী, যা ৭ম পে কমিশনের নিয়ম মাফিক। মাসিক বেতন আনুমানিকভাবে, Multi-Tasking Staff (MTS) পদে ১৮ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে হতে পারে। আর Havaldar পদের মাসিক বেতন হবে প্রায় ১৮ হাজার থেকে ৩১ হাজার টাকার মধ্যে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -