JKNews24 Desk: মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকার যেমন একের পর এক প্রকল্প চালু করছে, তেমনই পিছিয়ে নেই রাজ্য সরকারগুলিও। কোথাও মহিলাদের মাসে ১,২০০ টাকা দেওয়া হচ্ছে, কোথাও ২,৫০০ টাকা, আবার কোনও রাজ্যে মিলছে এককালীন ১০,০০০ টাকার আর্থিক সহায়তা। আজ ঠিক এমনই একটি রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের কথা জানাতে চলেছি, যেখানে মহিলাদের জন্য চালু করা হয়েছে নতুন এক সহায়তা ব্যবস্থা, যার আওতায় পাওয়া যাবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কোন রাজ্য সরকার এমন উদ্যোগ নিয়েছে? তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনেই।
বিহারের পর এবার এই রাজ্য মহিলাদের ১০,০০০ টাকা দিচ্ছে
জানা গিয়েছে, বিহারের পর এবার আসাম সরকার নারীর ক্ষমতায়নকে আরও জোরদার করতে মুখ্যমন্ত্রীর নারী উদ্যোক্তা অভিযান (Mukhyamantri Mahila Udyamita Abhiyaan) চালু করেছে। এই প্রকল্পের আওতায় মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীগুলি (SHG) সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে এবং আগামী দিনেও এই সহায়তা পাওয়ার প্রক্রিয়া চলবে।
আসাম সরকার বলছে যে এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করবে, পারিবারিক আয় উন্নত করবে এবং মহিলাদের নিজস্ব ছোট ব্যবসা শুরু করতে সক্ষম করবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এখন পর্যন্ত ১.৫ মিলিয়নেরও বেশি মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। প্রাথমিক লক্ষ্য ছিল ৩.২ মিলিয়ন মহিলার কাছে পৌঁছানো, কিন্তু এখন লক্ষ্যমাত্রা ৪ মিলিয়নে (৪০ লক্ষ) উন্নীত করা হয়েছে। সরকারি তথ্য অনুসারে, প্রায় ৮০০,০০০ মহিলা ইতিমধ্যেই কোটিপতি হয়ে গেছেন।
কীভাবে মিলবে প্রকল্পের সুবিধা?
এই প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম কিস্তিতে ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন হিসেবে ১০,০০০ টাকা দেওয়া হবে। এরপর যদি ওই মহিলা নিজের ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারেন, তাহলে দ্বিতীয় কিস্তিতে কম সুদে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। আর ব্যবসা আরও ভালোভাবে এগোলে তৃতীয় ধাপে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন?
অবশ্যই পড়ুন: প্রতিদিন সিঁড়ি বেয়ে উঠলে কী কী উপকার হয়? জানুন সহজভাবে
এই প্রকল্পটি মূলত স্বীকৃত স্ব-সহায়ক গোষ্ঠী (SHG)-র সদস্য মহিলাদের জন্যই চালু করা হয়েছে। আবেদন করতে হলে নিজের জেলার পঞ্চায়েত বা ব্লক স্তরে পরিচালিত সংশ্লিষ্ট SHG-র সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, বাসস্থানের শংসাপত্র এবং SHG-র সদস্য হওয়ার প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রথম কিস্তির ১০,০০০ টাকা সরাসরি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আসলে আসাম সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ লক্ষ মহিলাকে ‘লক্ষপতি দিদি’ হিসেবে গড়ে তুলতে চায়, যার ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এই উদ্যোগ মহিলাদের শুধু স্বনির্ভরই করবে না, ছোট ব্যবসার মাধ্যমে তাদের পরিবারগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতিতেও বড় ভূমিকা নেবে।









