আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Stock Market: শেয়ার বাজারে মার্কেট ঘুরে দাঁড়াল! সংঘর্ষ থামতেই এই স্টকগুলি করছে দুর্দান্ত পারফর্ম

Published on: June 27, 2025
Stock Market শেয়ার বাজারে মার্কেট ঘুরে দাঁড়াল!

Stock Market: ইরান ইসরায়েল সংঘর্ষের ফলে আন্তর্জাতিক স্তরে স্টক মার্কেটের (Stock Market) উপর বিপুল পরিমাণে প্রভাব পড়েছিল। শুধুই যে স্টক মার্কেট তাই নয়, এই সময়ের মধ্যে হুরহুর করে বেড়েছে সোনার দাম। অবশেষে ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতির পর আবারো চাঙ্গা হল স্টক মার্কেট। ২৪ শে জুন, মঙ্গলবার দুর্দান্ত পারফরম্যান্স এসেছে বোম্বে স্টক মার্কেটের। এর পাশাপাশি দাম কমেছে সোনালী ধাতু ও তরলের। সংঘর্ষ বিরতির খবরে শেয়ার বাজার খোলার প্রায় সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের অ্যাসেট ছাড়িয়েছে ৪ লক্ষ কোটির ঘর। সুতরাং বাজারের এই উত্থানের সময়ে কোন স্টক গুলো ভাল পারফর্ম করছে, এবং কোন কোন স্টকে বিনিয়োগ করলে বাজিমাত হতে পারে।

Stock Market News Today in India

ইরান-ইসরায়েল সংঘর্ষের আবহে শেয়ার বাজারে আগে অনেক অবস্থা অস্থিরতার সৃষ্টি করেছিল, যার ফলে বিনিয়োগ কমে গিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই স্থির হয়েছে। গত মঙ্গলবার, স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স একদম ঝটকায় ৮৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে। ঐদিন সকাল ৯টা ২০ মিনিটের সময় শেয়ার বাজার শুরু হয় ৮২,৭৮৭ পয়েন্ট নিয়ে।

এমনকি খুব তাড়াতাড়িই সেনসেক্সের সূচক ৯০০ পয়েন্টেরও ওপর দিয়ে ছুটে গেছে। দেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী নিফটি ৫০ সূচকও বেড়েছে ১.০২ শতাংশ। শুধু মঙ্গলবারই নয়, আজ বুধবারেও নিফটি ৫০ থেকে শুরু করে সেনসেক্স—সবকিছুই সবুজ রঙের মধ্যে টিকে আছে। সহজ কথায় বলতে গেলে, গত দুই দিনের মধ্যে বিনিয়োগকারীরা অভূতপূর্ব লাভের মুখোমুখি হয়েছেন, যা বাজারের জন্য বেশ ইতিবাচক এক বার্তা।

স্মল ক্যাপ ও মিড ক্যাপে বিনিয়োগ বৃদ্ধি

ইরান-ইসরায়েল সংঘর্ষের সময় স্মল ক্যাপ থেকে শুরু করে লার্জ ক্যাপ—সবই যেন এক ধরনের টানাটানির মধ্যে ছিল স্টক মার্কেটে। তবে গত তিন দিন ধরে স্মল ক্যাপ আর মিড ক্যাপ শেয়ারগুলোতে বিক্রি বাড়তে থাকায় ধীরে ধীরে বাজারে চাঙ্গাভাব ফিরছে। চোখে পড়ার মতো বিষয় হলো, অনেক স্টকের সংকেত লাল থেকে সবুজে বদলে গেছে, যা বাজারের ভালো সঙ্কেত। বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত অনেক কোম্পানির বাজার মূলধনও অনেক বেড়েছে। এমনকি মাত্র ১০ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের মোট সম্পদের পরিমাণ বেড়ে গিয়েছে ৪ লক্ষ কোটি টাকা!

কমেছে সোনার দাম

বিগত বেশ কয়েকদিন ধরে আকাশ ছোঁয়া সোনালী ধাতুর দামে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্ত পরিবার গুলির। তবে এবারে আবারো কমার দিকে সোনার দাম। এই নিয়ে লাগাতার দুই দিন সোনার দামে পতন দেখা গেল। এই ঘটনায় অনেকেই মনে করছেন, আগামী দিনে আরো কমতে পারে সোনার দাম। তাহলে কি এখনই সঠিক সময় সোনায় বিনিয়োগ করার?

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now