বাংলায় শুরু হয়েছে SIR সমীক্ষা, আর তার মধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক তরজা। মঙ্গলবার থেকে রাজ্যের বুথ লেভেল অফিসাররা (BLO) ভোটারদের বাড়ি যাচ্ছেন ভোটার তালিকা যাচাইয়ের জন্য। কিন্তু এই SIR নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে, কারণ ইতিমধ্যেই সাতজন আত্মহত্যা করেছেন বলে খবর। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, যাঁর লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন(Sukanta Majumdar)।
লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক বিধায়কের বিরুদ্ধে! (Sukanta Majumdar)
এদিন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কিছু ছবি দিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট করেন। যেখানে দেখা যায় সেই ছবিগুলো আসলে কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। এখানেই শেষ নয়, সেই পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, “গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী! সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি।”
কী বলছেন সুকান্ত মজুমদার?
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে খোঁচা দিয়ে একটি পোস্টে লেখেন, “প্রতিভাবান বিধায়কের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, যদি এই আবেদনপত্র ও তাতে উল্লেখিত তথ্য সত্যি হয়, তাহলে নির্বাচনের আগে তৃণমূল বিধায়কদের আর্থিক দুরবস্থা কতটা তীব্র, তা স্পষ্ট! রাজ্য বিধানসভার একজন সদস্য হয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে—এতেই বোঝা যাচ্ছে লুটের ক্ষেত্রেও কোনও খামতি রাখেনি তৃণমূল।” তবে এই মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত কাঞ্চন মল্লিক বা তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি, ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে কন্যাসন্তান জন্মের সময় হাসপাতালের বিল-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ বিধানসভায় হাসপাতালের বিল জমা দেওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিল খতিয়ে দেখা হবে। এবং পরে আরও কিছু জিজ্ঞাস্য থাকলে বিধায়ককে ডেকে জানা হবে বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হবে। আর সেই বিতর্কের মাঝে কাঞ্চন পত্নী শ্রীময়ীর লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের ছবি প্রকাশ্যে আসতেই স্বভাবতই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু নেটিজেনরা নয় এই ঘটনায় সরব রাজনৈতিক মহলও
সব খবর
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই কন্যাসন্তানের জন্মের সময় হাসপাতালের বিল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সেই বিল বিধানসভায় জমা দেওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে বিধায়ক বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হবে। এর মধ্যেই কাঞ্চন পত্নী শ্রীময়ীর লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে শুধু নেটিজেনরাই নয়, রাজনৈতিক মহলও সরব, ফলে বিতর্ক আরও গভীর হচ্ছে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


