Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...
Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গসমাজের চোখ রাঙানি উড়িয়ে রিয়া-রাখির বিয়ে সুন্দরবনে, ইতিহাস গড়ল দুই নৃত্যশিল্পী

সমাজের চোখ রাঙানি উড়িয়ে রিয়া-রাখির বিয়ে সুন্দরবনে, ইতিহাস গড়ল দুই নৃত্যশিল্পী

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Sundarban News: সমলিঙ্গে সম্পর্ক ও বিয়ে নিয়ে সমাজে এখনও নানা রকম কটূক্তি ও বিরূপ মনোভাব দেখা যায়। অনেকের চোখে এটি এখনও একপ্রকার সামাজিক ট্যাবু বা কলঙ্ক। কিন্তু সেই ধ্যানধারণাকে উপেক্ষা করে নিজেদের ভালোবাসাকেই প্রাধান্য দিচ্ছেন অনেকেই। সমাজের বাঁধা ও কটাক্ষকে তুচ্ছ করে এবার সুন্দরবনের বুকে ঘটল এক অনন্য ঘটনা — আগুনকে সাক্ষী রেখে মন্দিরবাজারের রিয়া সরদার এবং বকুলতলার রাখী নস্কর পরস্পরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন। দুই তরুণীর এই সাহসী সিদ্ধান্ত শুধু ভালোবাসার জয়কেই নয়, সমাজের প্রচলিত মানসিকতার বিরুদ্ধেও এক শক্তিশালী বার্তা বহন করছে।

সমলিঙ্গে নিয়ে সুন্দরবনে (sundarban news)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে পরিচয় হয়েছিল মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখী নস্করের। দু’জনেই পেশায় নৃত্যশিল্পী, আর সেই শিল্পের সূত্র ধরেই শুরু হয় তাঁদের আলাপ। ফোনালাপ থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় গভীর ভালোবাসায়। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া, অন্যদিকে রাখী বেড়ে উঠেছেন নিজের পরিবারের মধ্যেই। সম্পর্কের কথা প্রথমে রিয়া যখন পরিবারের কাছে জানান, তখন পরিবার তা মেনে নিতে পারেনি। তবে রাখীর পরিবার শুরু থেকেই পাশে ছিল তাঁদের। শেষমেশ প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে স্থানীয় এক মন্দিরে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। আগুনকে সাক্ষী রেখে রিয়া ও রাখী একে অপরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন—ভালোবাসার জয় ঘোষণা করে সমাজের বাঁধা ভেঙে।

কী বলছেন রিয়া এবং রাখী?

ভালবাসার মানুষকে বিয়ে করে রাখী নস্কর জানান, ‘‘আমাদের ২ বছরের সম্পর্ক। ফোনে পরিচয় হয়েছিল। অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কী! কিন্তু আমরা ঠিক করেছি, একসঙ্গেই থাকব। সারাজীবন থাকব। রিয়ার বাড়িতে সকলে মেনে নিয়েছেন। আমার বাড়িতে আবার কেউই সম্পর্কটা মেনে নেয়নি। বাবা বলেছে, থাকতে দেবে না। কী আর করা যাবে… ওর বাড়িতেই থাকব।’’ উল্টোদিকে রিয়া সরদার বলেন, ‘‘আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। ভালবাসাটাই তো বড় কথা। মহিলা পুরুষকে ভালবাসবে, পুরুষ মহিলাকে ভালবাসবে এমন কথা কে বলে দিয়েছে?’’

উল্লেখযোগ্যভাবে, এর আগে সুন্দরবনের মানুষ কখনও চোখে দেখেননি সমলিঙ্গের বিবাহের এমন দৃশ্য। তাই এদিন যখন মন্দিরে রিয়া ও রাখীর বিয়ে সম্পন্ন হয়, তখন তা দেখতে ভিড় জমায় গোটা এলাকা। কেউ অবাক, কেউ আবার কৌতূহলী। স্থানীয় এক প্রবীণা, লক্ষ্মী মিস্ত্রি, বলেন, “ওরা বলল, বিয়ে করবে। আমরা তাই শান্তি সংঘ মন্দিরে বিয়ে দিয়েছি। ক্লাবের ছেলেরা দু’জনকে সাহায্য করেছে। এর আগে এমন বিয়ে শুধু মোবাইলে দেখেছি, বাস্তবে এই প্রথম দেখলাম।” রাখী ও রিয়ার এই সম্পর্ক এবং তাঁদের সাহসী সিদ্ধান্ত যেন সুন্দরবনের মতো এক প্রত্যন্ত অঞ্চলেও নতুন প্রজন্মকে শেখায়—ভালোবাসার কোনও বাঁধা, লিঙ্গ বা সমাজের নির্ধারিত সীমা নেই।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -