আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Suresh Gopi News: আয় না থাকায় মন্ত্রিত্ব ছাড়তে চান কেরলের একমাত্র বিজেপি সাংসদ

Suresh Gopi News

কেরলের একমাত্র বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি (Suresh Gopi) নাকি রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন! NDTV-র প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের এই প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাজনীতি থেকে তেমন আয় হচ্ছে না, তাই ফের অভিনয়ের দুনিয়ায় ফিরে যেতে চান তিনি। অভিনেতা, গায়ক এবং রাজনীতিবিদ— তিন ভূমিকাতেই জনপ্রিয় সুরেশ গোপি মনে করছেন, সিনেমায় ফিরলে আর্থিকভাবে কিছুটা স্বস্তি মিলবে। তাঁর এই সিদ্ধান্তে কেরলের রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে জোর জল্পনা (Suresh Gopi News)।

গোপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিলে কে পাবনে সেই দায়িত্ব?

প্রতিবেদন অনুযায়ী, রবিবার কন্নুরের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি খোলাখুলি জানিয়েছেন, তিনি আর মন্ত্রী হিসেবে থাকতে চান না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন কম রোজগারের বিষয়টি। কেরলের এই বিজেপি সাংসদ স্পষ্টভাবে বলেন, “আমি আমার অভিনয় জগতে ফিরে যেতে চাই। ওটাই চালিয়ে যাব। আমাকে আরও উপার্জন করতে হবে। এই মুহূর্তে আমার রোজগার একেবারেই বন্ধ।” ওই অনুষ্ঠানেই ত্রিসূরের সাংসদ আরও জানান, “মন্ত্রী হওয়ার জন্য আমি কখনও কারও কাছে অনুরোধ করিনি। নির্বাচনের আগের দিন সাংবাদিকদেরও বলেছিলাম, আমি মন্ত্রী হতে চাই না, শুধু অভিনয়টা চালিয়ে যেতে চাই।” বর্তমানে কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরেশ গোপি। তবে তিনি একাধিকবার স্পষ্ট করে বলেছেন, এই দায়িত্ব নেওয়ার ইচ্ছে তাঁর কখনও ছিল না; জনগণ তাঁকে সাংসদ করেছিল, আর দল যোগ্য মনে করে মন্ত্রিত্ব দিয়েছে।

মূলত অতিরিক্ত আয়ের কথা ভেবে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব ছাড়ার আগে বিকল্প মন্ত্রীর নাম জানিয়েছেন সুরেশ গোপি। তাঁর মতে, রাজ্যসভার নবনির্বাচিত সদস্য সি সদানন্দকে কেন্দ্রীয় মন্ত্রীর পদে বসানো উচিত। এ নিয়ে কার্যত আবেদনের সুরেই সুরেশ বলেন, ‘সি সদানন্দকে মন্ত্রী করা হোক।’ যদিও এ সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি গোপির দল ভারতীয় জনতা পার্টি।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now