Surya Grahan In India: রাত পোহালেই মহালয়া ২০২৫। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবীপক্ষ, আর সেই দিনই মিলেছে এক বিশেষ মহাজাগতিক ঘটনা—সূর্যগ্রহণ। হ্যাঁ, মহালয়ার দিনই পড়ছে ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। মহালয়ার সঙ্গে যেমন সর্বপিতৃ অমাবস্যার মাহাত্ম্য জড়িয়ে রয়েছে, তেমনই সূর্যগ্রহণের উপস্থিতি দিনটিকে আরও বিশেষ করে তুলছে। এখন প্রশ্ন, ঠিক কোন সময়ে এই গ্রহণ দেখা যাবে? চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময়কাল।
ভারতীয় সময় অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর রাতে সূর্যগ্রহণ হবে। তবে আফসোসের বিষয়, ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। আসলে, এশিয়া, আফ্রিকা আর আমেরিকার মতো বড় বড় মহাদেশ থেকেও এই বিরল দৃশ্য দেখা যাবে না। কিন্তু অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, আর প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের আশপাশের কিছু জায়গা থেকে স্পষ্টভাবে সূর্যগ্রহণ দেখা যাবে। তাই আমাদের দেশে না দেখা গেলেও, বিশ্বের নানা প্রান্তের মানুষ এই মহাজাগতিক ঘটনাটি উপভোগ করতে পারবেন।
মহালয়ার দিন এবার আকাশে বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব। ভারতীয় সময় অনুযায়ী ২১ সেপ্টেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। এই গ্রহণ চলবে গভীর রাত পর্যন্ত এবং শেষ হবে ভোররাত ৩টা ২৩ মিনিটে, অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী ২২ সেপ্টেম্বর। যদিও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তবু মহালয়ার মতো এক বিশেষ দিনে সূর্যগ্রহণের উপস্থিতি দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে।
সুতককাল- সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে সুতককাল ধরা হয়। এই সুতককালের মধ্যে কোনও শুভ কাজ করা হয়না। তবে এবছর ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ রাতে হওয়ায় গ্রহণের সুতককাল থাকছে না।
গ্রহণ ঘিরে অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে—এবার কি তবে মহালয়ার তর্পণে কোনও প্রভাব পড়বে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে রাতের বেলায়, আর তর্পণ হয় মহালয়ার ভোরে, তাই এর কোনও প্রভাব পড়ছে না। শাস্ত্রমতে বলা হয়েছে, গ্রহণ যদি তর্পণের সময় না হয়, তবে তা কোনও প্রভাব ফেলে না। তাই মহালয়ার তর্পণ স্বাভাবিক নিয়মেই সম্পন্ন করা যাবে। (এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি JKNEWS24 বাংলা। বি.দ্র: আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত জানতে একজন জ্যোতিষ বিশেষজ্ঞ বা পুরোহিতের সঙ্গে পরামর্শ করুন।)









