বাংলাজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া, আর তা শুরু হতেই রাজ্যে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে (Suvendu Adhikari on SIR)। কোথাও দেখা যাচ্ছে কেউ ভুয়ো পরিচয়পত্রে ১০ বছর ধরে বসবাস করছেন, আবার কেউ ২০ বছর ধরে। বিজেপির দাবি, ৪ তারিখ থেকে রাজ্যের বিভিন্ন এলাকা যেন কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে—ঘর বন্ধ রেখে পালাচ্ছে রোহিঙ্গারা। এই বিষয়টি তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on SIR) দুটি ভিডিও পোস্ট করেছেন, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভিডিও পোস্ট শুভেন্দুর (Suvendu Adhikari on SIR)
আজ এক্স হ্যান্ডেলে দুটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “এসআইআর শুরু হতেই রাজ্যজুড়ে অদ্ভুত সব দৃশ্য দেখা যাচ্ছে। এমন কিছু তথ্য সামনে আসছে যা কল্পনার বাইরে।” তাঁর দাবি, রাজারহাট-নিউটাউন এলাকার অবৈধ বাংলাদেশি কলোনিগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে গুলশান কলোনিতে গিয়ে বুথ লেভেল অফিসাররা প্রায় গোলকধাঁধায় পড়ছেন। ঘিঞ্জি এলাকায় এত মানুষজনের মধ্যে প্রকৃত ভোটার চিহ্নিত করতে প্রশাসনের হিমশিম খাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
শুভেন্দুর দাবি অনুযায়ী, ওইসব এলাকায় প্রায় ৮৫ শতাংশ বাসিন্দাই বহিরাগত। এমনকি যেখানে প্রায় ২ লক্ষ মানুষ থাকেন, সেখানে মাত্র ৪ হাজার ভোটার নথিভুক্ত (Suvendu Adhikari on SIR)। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার তালিকা সম্পর্কেও তাঁর অভিযোগ—“সেখানে মুসলিম ভোটারদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি।” শুভেন্দু তাঁর ভিডিও পোস্টে দেখিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা এলাকার গোঁড়ের হাট খালপাড় থেকে শুরু করে হাওড়ার রামরাজাতলা পর্যন্ত বহু জায়গায় বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা এসআইআর শুরুর পর থেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাংলায় এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। আর তারা হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ জোরকদমে চলছে। তবে এসআইআর নিয়ে এখন মানুষ আতঙ্কে রয়েছে। এমনকি রাজ্যজুড়ে আতঙ্কেই অনেকে আত্মহত্যা করছে, যা নিয়ে শাসকদলের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম শোরগোল।
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


