বঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR নিয়ে ক্রমশ বাড়ছে বিতর্ক। এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari On SIR)। শুরু থেকেই তাঁর দাবি, SIR প্রক্রিয়া চালু হলে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়বে। তবে সম্প্রতি পুড়শুড়ায় বিজেপির জেলা সাংগঠনিক কমিটির বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বড় দাবি করেন। শুভেন্দুর কথায়, “২ কোটি ৪০ লক্ষ নাম এখনও লিঙ্ক করা হয়নি। SIR হলে এরা সবাই তালিকা থেকে বাদ যাবেন।
ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শুভেন্দু অধিকারী
TV9-এর রিপোর্ট অনুযায়ী, শুরু থেকেই শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন যে রাজ্যে SIR চালু হলে অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়বে। তাঁর মতে, এই সংখ্যা প্রায় ১ কোটির কাছাকাছি হতে পারে। শুভেন্দুর বক্তব্য ছিল, “SIR যদি সঠিকভাবে হয়, তাহলে গত ১০ থেকে ১২ বছরে বাংলাদেশ থেকে যত মুসলমান অনুপ্রবেশ করেছে, তাতে অন্তত ১ কোটি বা তার বেশি নাম বাদ যেতে পারে।”
তবে সম্প্রতি পুড়শুড়ার সভায় দাঁড়িয়ে তিনি আরও বড় দাবি করেন। তাঁর বক্তব্য, “যারা বাদ পড়বেন, তারা প্রত্যেকেই অনুপ্রবেশকারী। ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই—যাদের কাগজপত্র ঠিক আছে, তারা থাকবেন; কিন্তু যারা অবৈধভাবে ঢুকেছে, তাদেরই ভয় পাওয়া উচিত।” শুভেন্দুর দাবি, “এই অনুপ্রবেশকারীরাই রাজ্যের জনসংখ্যার মানচিত্র বদলে দিয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ নাম লিঙ্ক করা হয়নি, এরা সবাই বাদ পড়বেন।”
এদিন তিনি আরও বলেন, “SIR আসলে আসন্ন নির্বাচনের সেমিফাইনাল, এখান থেকেই নির্ধারিত হবে প্রকৃত ভোটার আর অনুপ্রবেশকারীদের পার্থক্য।” ইতিমধ্যেই সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যে এসে পরিদর্শন শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও কোলাঘাটে প্রশাসনিক বৈঠকের পর SIR নিয়ে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর নতুন পরিসংখ্যান রাজনৈতিক মহলে বিস্তর আলোড়ন তুলেছে।
সব খবর
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নতুন পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অবশ্য কটাক্ষ করে বলেছেন, ‘আসলে বিজেপি 2 কোটি ভোট কম পেয়েছিল। ওরা যে ভোট পায়নি সেই ভোটারদেরই আগে বাদ দিয়ে দেবে। বাংলায় বিজেপির আর কোনও অস্তিত্ব থাকবে না।’ তৃণমূল মুখপাত্র বিশেষত শুভেন্দুর বক্তব্যকে নিশানা করে বলেন, ‘একবার বলল 1 কোটি নাম বাদ চলে যাবে। পরে বলল 1 কোটি 20 লক্ষ বাদ যাবে। আবার বলছে 2 কোটি 25 লক্ষ বা তার বেশি নাম বাদ যাবে! এগুলো কি সুস্থতার লক্ষণ?’ শুভেন্দুর নতুন বক্তব্য ঘিরে উঠে আসছে আরও একাধিক মিশ্র প্রতিক্রিয়া।


