Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...
Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গ‘হ্যাঁ আমি তৃণমূল করি!’ টাকির BLO-র বিস্ফোরক স্বীকারোক্তিতে চাঞ্চল্য

‘হ্যাঁ আমি তৃণমূল করি!’ টাকির BLO-র বিস্ফোরক স্বীকারোক্তিতে চাঞ্চল্য

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

TAKI NEWS: রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। তবে এই কাজ শুরু হওয়ার অনেক আগেই এর বিরোধিতা করে আসছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি নেতা অর্জুন সিং এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ তুলেছেন যে তৃণমূলের ঘনিষ্ঠ অনেক নেতাকেই ব্লক লেভেল অফিসার (BLO) হিসেবে নিয়োগ করা হয়েছে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত বেশ কয়েকটি প্রমাণও প্রকাশ করেছিলেন। আর এবার এই অভিযোগের মধ্যেই নতুন মোড় — টাকির এক তৃণমূল কর্মী প্রকাশ্যে স্বীকার করেছেন এই অভিযোগের কথা।

BLO হিসেবে নিযুক্ত তৃণমূল নেতা (TAKI NEWS)

রিপোর্ট অনুযায়ী, টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ২৭০ নম্বর পার্টে বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা ও বুথ কমিটির সদস্য গৌতম মণ্ডল (TAKI NEWS)। তিনি পেশায় হাসনাবাদ ব্লকের ন’পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিরোধী দল যেখানে অভিযোগ তুলছে যে তৃণমূল নিজেদের ঘনিষ্ঠ কর্মীদেরই বিএলও পদে বসাচ্ছে, সেখানে এবার সেই অভিযোগের সত্যতা যেন নিজের মুখেই স্বীকার করলেন গৌতম মণ্ডল। তিনি খোলাখুলিভাবে বলেন, “নির্বাচন কমিশন থেকেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমি তৃণমূলের সক্রিয় কর্মী, বুথ কমিটি ও ওয়ার্ড কমিটিতেও যুক্ত আছি। এখন যদি কমিশন মনে করে আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবে, তাহলে তাতেও আমার আপত্তি নেই।”

BLO-র দায়িত্ব নিয়ে প্রশ্ন বিজেপির

টাকি পৌরসভার তৃণমূল নেতা গৌতম মণ্ডলের স্বীকারোক্তি ঘিরে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির জেলা কমিটির সহ-সভাপতি প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবেই বলেন, “নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা নেতা বিএলও হতে পারেন না। তাহলে উনি কীভাবে এই দায়িত্ব পেলেন, সেটা সত্যিই ভাবার বিষয়।” উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল—হুগলির চণ্ডীতলা দু’নম্বর ব্লকের ২৮৯ নম্বর বুথে তৃণমূল নেতা খগেন সমাদ্দার এবং দেবাশিস সরকারকে বিএলও পদে দেখা গিয়েছিল। সেই সময়ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র সরব হয়েছিলেন এই নিয়োগ নিয়ে। তবে এবারও শাসকদলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার SIR এর প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়েছিল সেই মিছিল যা শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে। ওইদিন মিছিল শেষে বক্তৃতার সময় কেন্দ্রের বিজেপিকে রীতিমতো তুলোধোনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -