হুগলি, পশ্চিমবঙ্গ: ফের একবার গোটা বাংলা কেঁপে উঠলো এক ভয়াবহ এবং রোমহর্ষক ঘটনায়। রাজ্যের হুগলি জেলার তারকেশ্বরে (Tarakeswar, Hooghly) মাত্র চার বছরের এক শিশুকন্যাকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে (Tarakeswar Rape)। সেইসঙ্গে ঘটনাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন অবধি শুরু হয়েছে।
তারকেশ্বরে ৪ বছরের শিশুকে ধর্ষণ! (Tarakeswar Rape)
শুক্রবার রাতে তারকেশ্বর স্টেশন চত্বরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে মশারির নিচে শান্তিতে ঘুমোচ্ছিল চার বছরের শিশুটি। অভিযোগ, শনিবার ভোরের দিকে কিছু অজ্ঞাত দুষ্কৃতী অতি সন্তর্পণে মশারির জাল কেটে ঘুমন্ত শিশুটিকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। ঘুম ভাঙার পর পরিবার যখন তাদের সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন শুরু হয় এক আর্তনাদ ও নিরাশ খোঁজাখুঁজি।
অবশেষে শনিবার বিকেলে তারকেশ্বর রেলওয়ে স্টেশনের কাছে একটি উঁচু ড্রেনের পাশে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও, সামান্য চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং পরিবারের অসহায়তা দেখে পরে বিজেপির কিছু স্থানীয় কর্মকর্তা এগিয়ে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই ঘটনায় তারকেশ্বর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্ফোরক শুভেন্দু অধিকারী
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইট করে ঘটনাটি সম্পর্কে সকলকে অবগত করেন। তিনি জানান, তারকেশ্বরে চার বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তথ্যটি শেয়ার করে লিখেছেন যে তারকেশ্বরে চার বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পরিবার থানায় ছুটে গিয়েছিল কিন্তু কোনও এফআইআর দায়ের করা হয়নি। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর চন্দননগরে রেফার করা হয়। তারকেশ্বর পুলিশ অপরাধটি দমন করার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী দলনেতার।
সব খবর
বাংলার তারকেশ্বরের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি আক্রমণ করে লেখেন, “এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন শাসনের আসল চেহারা। একটি শিশুর জীবন নষ্ট হয়ে গেল, অথচ পুলিশ সত্যকে গোপন করে রাজ্যের ভুয়ো আইনশৃঙ্খলার ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছে। তারা কি সত্যিই পুলিশ অফিসার, নাকি মুখ্যমন্ত্রীর চাটুকার? মনে হচ্ছে তারকেশ্বর থানার পুলিশ আইন রক্ষার শপথটাই ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী — আপনার শাসনে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।”
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


